Current Affairs MCQ Pdf: 18 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 18 March 2021
1. School Games Federation Of India (SGFI) -এর অধক্ষ পদে পুনরায় কে নিযুক্ত হয়েছেন?
[A] হিমা দাস
[B] সুশীল কুমার
[C] সানিয়া মির্জা
[D] বীরেন্দ্র সহবাগ
2. Vijay Hazare Trophy 2021 কোন দল জিতেছে?
[A] মুম্বাই
[B] উত্তরপ্রদেশ
[C] পাঞ্জাব
[D] রাজস্থান
3. সম্প্রতি বিশ্ব উপভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day) কবে পালিত হয়েছে?
[A] 17 মার্চ
[B] 16 মার্চ
[C] 15 মার্চ
[D] 14 মার্চ
4. একদিবসীয় ক্রিকেটে 7000 রান করে কে বিশ্বের প্রথম মহিলার খেতাব পেয়েছে?
[A] মিতালি রাজ্
[B] স্মৃতি মন্ধ্যানা
[C] পুনম রাওয়াত
[D] উপরের কোনটিই সঠিক নয়
5. সম্প্রতি প্রকাশিত “Baanjh: Incomplete Lives of Complete Women” পুস্তকটি কে লিখেছেন?
[A] অরুন্ধতী রায়
[B] বিদ্যা বলেন
[C] রাসকিন বন্ড
[D] সুস্মিতা মুখার্জি
6. ‘One Nation One Ration Card (ONORC)’ প্রকল্পের অধীনে কোন মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে?
[A] Amrit Mahotsav
[B] My Ration
[C] One Nation One Ration Card
[D] Ser-sufficiaeny
7. সম্প্রতি প্রয়াত সি. কে নায়ের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?
[A] ভরতনাট্যম
[B] মণিপুরী
[C] কুচিপুডি
[D] কথকলি
8. সম্প্রতি কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য পরামর্শদাতার পদ থেকে ইস্তফা দিয়েছেন?
[A] রাজীব কুমার
[B] অনিল কুমার
[C] পিকে সিনহা
[D] অরবিন্দ পঙ্গুরিয়া
Current Affairs MCQ Pdf: 18 March 2021: Download