Current Affairs MCQ Pdf: 19th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 19th June 2021
1. ড: এস. জানকীরমন কোন দেশে ভারতীয় রাজদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?
[A] নেপাল
[B] মক্সিকো
[C] ফিলিপিন্স
[D] কিউবা
2. ফোর্বস দ্বারা জারী, “World Best Bank List 2021” -এ কোন ব্যাঙ্ক শীর্ষে রয়েছে?
[A] CSB ব্যাঙ্ক
[B] DBS ব্যাঙ্ক
[C] ICICI ব্যাঙ্ক
[D] HDFC ব্যাঙ্ক
3. সম্প্রতি, কোন রাজ্য সরকার “Rythu Bandhu” নামক একটি যোজনা শুরু করেছে?
[A] হিমাচল প্রদেশ
[B] অসম
[C] অন্ধ্র প্রদেশ
[D] তেলেঙ্গানা
4. কোন রাজ্য সরকার “CM Rise School Scheme” শুরু করেছে?
[A] অরুণাচল প্রদেশ
[B] মধ্য প্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] উত্তর প্রদেশ
5. সম্প্রতি কবে “Sustainable Gastronomy Day” পালিত হয়েছে?
[A] 15 জুন
[B] 16 জুন
[C] 17 জুন
[D] 18 জুন
6. “মাইক্রোসফট” -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] এলোন মাস্ক
[B] সত্য নাদেলা
[C] মার্ক জুকারবার্ক
[D] বিল গেটস
7. নিম্নলিখিত কে “Global Yoga Conference 2021” -এর উদ্বোধন করবেন?
[A] পীযূষ গোয়েল
[B] ড: হর্ষ বর্ধন
[C] জিতেন্দ্র সিং
[D] অমিত শাহ
8. সম্প্রতি, কবে “International Picnic Day” পালিত হয়েছে?
[A] 16 জুন
[B] 17 জুন
[C] 15 জুন
[D] 18 জুন