Current Affairs MCQ Pdf: 1st September 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 1st September 2021
1. সম্প্রতি, কে “Belgian Grand Prix 2021” খেতাব কে জিতেছেন?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] George Russell
[D] Sebastian Vettel
2. সম্প্রতি, কবে “International Day Against Nuclear Tests” পালিত হয়েছে?
[A] 28 আগস্ট
[B] 29 আগস্ট
[C] 30 আগস্ট
[D] 31 আগস্ট
3. কোন রাজ্য বিধানসভা কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে একটি রেজ্যুলেশন পাশ করেছে?
[A] রাজস্থান
[B] তামিলনাড়ু
[C] মহারাষ্ট্র
[D] হরিয়ানা
4. নিম্নলিখিত কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম প্যারা-অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে?
[A] ভাবিনা প্যাটেল
[B] অবনী লেখাড়া
[C] সোনালবেন প্যাটেল
[D] রুবিনা ফ্রান্সিস
5. সম্প্রতি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন রাজ্যে ‘আয়ুষ বিশ্ববিদ্যালয়’ -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?
[A] গুজরাট
[B] মধ্যপ্রদেশ
[C] হরিয়ানা
[D] উত্তরপ্রদেশ
6. সম্প্রতি, প্রকাশিত ‘An Invatation to Die: A Colonel Acharya Mystery’ পুস্তকটি কে লিখেছেন?
[A] সুধা মূর্তি
[B] তনুশ্রী পোদ্দার
[C] ঝুম্পা লাহিড়ী
[D] অনুপম খের
7. সম্প্রতি, কবে ‘National Small Industry Day’ পালিত হয়েছে?
[A] 28 আগস্ট
[B] 29 আগস্ট
[C] 30 আগস্ট
[D] 31 আগস্ট
8. কর্ণাটকের পরে কোন রাজ্য ‘National Education Policy 2020’ কার্যকরী করে দ্বিতীয় রাজ্যের স্থান গ্রহণ করেছে?
[A] মহারাষ্ট্র
[B] হরিয়ানা
[C] গুজরাট
[D] মধ্যপ্রদেশ