Current Affairs MCQ Pdf: 2 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Current Affairs MCQ Pdf: 2 January 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 2 January 2021
1. ৯৬তম তানসেন সঙ্গীত সমারোহ কোন রাজ্যে অনুষ্ঠিত হল?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] মহারাষ্ট্র
2. সম্প্রতি কেন্দ্র সরকার কোন বস্তুর রফতানি নিষেধাজ্ঞ তুলে নিয়েছে?
[A] টমেটো
[B] পেঁয়াজ
[C] আলু
[D] তেল
3. কোন বীমা সংস্থা PMJAY SEHAT -এর জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সাথে অংশীদারিত্ব করেছে?
[A] Life Insurance Corporation
[B] Bajaj Allianz General Insurance
[C] Bharti Axa Life Insurance
[D] Fino Life Insurance
4. সম্প্রতি কোন রাজ্য ‘এক জেলা এক শিল্প’ নামক একটি অভিযান শুরু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] গুজরাট
[D] আসাম
5. সম্প্রতি রেলওয়ে বোর্ড -এর নতুন চেয়ারম্যান এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] হেমন্ত কুমার পান্ডে
[B] সতীশ ভ্যাস
[C] সুনীত শর্মা
[D] কোনটিই সঠিক নয়
6. সম্প্রতি ISRO এর চেয়ারম্যান K. SIBAN -এর কার্যকর কত বছর বৃদ্ধি করা হয়েছে?
[A] 1 বছর
[B] 2 বছর
[C] 3 বছর
[D] 5 বছর
7. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল App ‘DigiNest’ লঞ্চ করেছে?
[A] হরিয়ানা
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] পাঞ্জাব
8. সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন কাকে উপ-নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন?
[A] প্রতীক শর্মা
[B] উমেশ সিনহা
[C] রবিন মিত্তল
[D] হেমন্ত কুমার পান্ডে
Read More: Current Affairs MCQ: 1st January
Download Current Affairs PDF: 2nd January 2021