Current Affairs MCQ Pdf: 20th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 20th July 2021
1. কোন রাজ্য সরকার নতুন “Electric Vehicle Policy 2021” লঞ্চ করেছে?
[A] কর্ণাটক
[B] হরিয়ানা
[C] মহারাষ্ট্র
[D] পাঞ্জাব
2. সম্প্রতি, কবে ‘International Nelson Mandela Day’ পালিত হয়েছে?
[A] 16 জুলাই
[B] 17 জুলাই
[C] 18 জুলাই
[D] 19 জুলাই
3. সম্প্রতি, প্রকাশিত ‘India versus China: Why they are not friends’ পুস্তকটি কে লিখেছেন/
[A] সোনিয়া গান্ধী
[B] কান্তি বাজপেয়ী
[C] সুমিত্রা মহাজন
[D] শশী থারুর
4. নিম্নলিখিত কোন উপসাগরীয় দেশ (Gulf Country) প্ৰথম ইজরায়েলে দূতাবাস প্রতিষ্ঠা করেছে?
[A] কুয়েত
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] ওমান
[D] বাহরাইন
5. সম্প্রতি, কে দেশজুড়ে ভার্চুয়াল মাধ্যমে “Covid vaccine with safe forest, money and enterprise” অভিযান শুরু করেছে?
[A] অমিত শাহ
[B] রাজনাথ সিং
[C] অর্জুন মুন্ডা
[D] হারদীপ সিং পুরী
6. দিল্লী সরকার, বাস যাত্রীদের real time তথ্য দেওয়ার জন্য কোন সংস্থার সঙ্গে পার্টনারশীপ করেছে?
[A] Facebook
[B] Twitter
[C] Microsoft
[D] Google
7. সম্প্রতি, ‘Skill India Mission’ -এর কতবছর পূর্ন হল?
[A] 3 বছর
[B] 5 বছর
[C] 6 বছর
[D] 10 বছর
8. বিশ্বজুড়ে কবে ‘World Emoji Day’ পালিত হয়?
[A] 16 জুলাই
[B] 17 জুলাই
[C] 18 জুলাই
[D] 19 জুলাই