Current Affairs MCQ Pdf: 22 April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 22 April 2021
1. DCB ব্যাঙ্কের MD & CEO পদে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?
[A] রজনীশ মহাজন
[B] সুনীল বর্মা
[C] রজনীশ কুমার
[D] মুরলী এম. নটরাজন
2. “Henley Passport Index Q2 2021” গ্লোবাল রেঙ্কিং -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
[A] সিঙ্গাপুর
[B] জাপান
[C] ফিনল্যাণ্ড
[D] আয়ারল্যান্ড
3. সম্প্রতি ভারত সরকার ধামরা নদীর উপর “ROPAX Jetty” প্রকল্পের মঞ্জুরি দিয়েছে। ধামরা নদী কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] মেঘালয়
[C] সিকিম
[D] উড়িষ্যা
4. সম্প্রতি 21 এপ্রিল তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?
[A] International Safety Pin Day
[B] International Louie Day
[C] International Day of Sports for Development and Peace
[D] World Creativity and Innovation Day
5. World Press Freedom Index 2021 -এ ভারতের অবস্থান কত তম?
[A] 139
[B] 140
[C] 142
[D] 144
6. ICRA -এর অনুমান অনুযায়ী অর্থবছর 2022 -এ ভারতের GDP হার কত?
[A] 9 – 9.5%
[B] 10 – 10.5%
[C] 11 – 12%
[D] 12 – 12.5%
7. সম্প্রতি প্রয়াত ‘Walter F Mondale’ কোন দেশের পূর্ব উপ-রাষ্ট্রপতি ছিলেন?
[A] ইতালি
[B] মেক্সিকো
[C] কানাডা
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র
8. সম্প্রতি প্রয়াত বাচি সিং রাওয়াত, কোন রাজ্য থেকে 4 বার সাংসদ (MP) নির্বাচিত হয়েছিলেন>
[A] আসাম
[B] পাঞ্জাব
[C] উত্তর প্রদেশ
[D] উত্তরাখন্ড
Current Affairs MCQ Pdf: 22 April 2021: Download