Current Affairs MCQ Pdf: 23rd June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 23rd June 2021
1. French Grand Prix 2021 -এর খেতাব কে জিতেছে?
[A] Sergio Pérez
[B] Max Verstappen
[C] Valtteri Bottas
[D] Lewis Hamilton
2. কোন রাজ্য সরকার “Mukhya Mantri Udyaymi Yojna” শুরু করেছে?
[A] হরিয়ানা
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] বিহার
3. করোনা টিকাকরণ সম্পর্কিত জনসচতেনতা বৃদ্ধি করতে কোন মন্ত্রক “Jan Hain Toh Jahan Hain” অভিযান শুরু করেছে?
[A] Ministry of Minority Affairs
[B] Ministry of Home Affairs
[C] Ministry of Health
[D] Ministry of Sports
4. সম্প্রতি, কেন্দ্র সরকার দেশের বিভিন্ন স্থানে মোট কতগুলি “Divyangta Khel Kendras” নির্মাণের ঘোষণা করেছে?
[A] 5
[B] 7
[C] 10
[D] 15
5. ‘The 7 Sins of Being A Mother’ পুস্তকটি কে লিখেছেন?
[A] বিবেক বিন্দ্রা
[B] চেতন ভগৎ
[C] তাহিরা কশ্যপ খুরানা
[D] সঞ্জয় বন্সল
6. আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নলিখিত কোন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?
[A] Namo Yoga
[B] M-Yoga
[C] Daily Yoga
[D] Mobile Yoga
7. কোন রাজ্য সরকার Economic Advisory Council গঠনের পরিকল্পনা করেছে?
[A] ঝাড়খন্ড
[B] তামিলনাড়ু
[C] উড়িষ্যা
[D] তেলেঙ্গানা
8. World Refugee Day 2021 -এর থিম কি?
[A] Every Action Counts
[B] Now More Than Ever, We Need to Stand with Refugees
[C] Step with Refugees
[D] Together we heal, learn and shine