Current Affairs MCQ Pdf: 25th August 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 25th August 2021
1. সম্প্রতি, কবে ‘World Sanskrit Day’ পালিত হয়েছে?
[A] 22 আগস্ট
[B] 23 আগস্ট
[C] 24 আগস্ট
[D] 25 আগস্ট
2. ‘Onam Festifal’ কোন রাজ্যে পালিত হয়?
[A] অসম
[B] কর্ণাটক
[C] ঝাড়খন্ড
[D] কেরালা
3. কোন অভিনেতা ‘Indian Film Festival of Melbourne (IFFM 2021)’ -এ Best Performance Male (Feature) পুরস্কার পেয়েছে?
[A] পঙ্কজ ত্রিপাঠি
[B] সূর্যা শিবকুমার
[C] মনোজ বাজপেয়ী
[D] ধনুষ
4. কোন অভিনেত্রী ‘Indian Film Festival of Melbourne (IFFM 2021)’ -এ Best Performance Female (Feature) পুরস্কার পেয়েছে?
[A] সামান্থা আক্কিনেনি
[B] রাধিকা আপ্টে
[C] বিদ্যা ব্যালেন
[D] নিমিশা সাজায়ান
5. ভারত কোন দেশের সঙ্গে AK-103 রাইফেলস কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] অস্ট্রেলিয়া
[C] ইংল্যান্ড
[D] রাশিয়া
6. ভারতের শৈলী সিং ‘World Athletics U20 Championships 2021’ -এ কোন ক্রীড়ায় রৌপ্য পদক জিতেছে?
[A] জাভলিন থ্রো
[B] লং জাম্প
[C] ডিসকাস থ্রো
[D] 200 মিটার
7. সম্প্রতি, প্রকাশিত ‘Kamala Harris and the Rise of Indian-Americans’ পুস্তকটি কে লিখেছেন?
[A] সুভাষ বসু
[B] কুলদ্বীপ হান্ডু
[C] সুমিত্রা চৌহান
[D] তরুণ বসু
8. সম্প্রতি, প্রয়াত কল্যাণ সিং কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] রাজস্থান
[B] উত্তরপ্রদেশ
[C] তামিলনাডু
[D] গুজরাট