Current Affairs MCQ Pdf: 25th September 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 25th September 2021
1. সম্প্রতি, কে ‘Norway Chess Open 2021’ -এর শিরোপা পেয়েছে?
[A] বিশ্বনাথন আনন্দ
[B] ডি. গুঁকেশ
[C] রৌনক সাধবাণী
[D] উপরের কেউই নন
2. পাঞ্জাবের নতুন মুখ্য সচিব পদে কে নির্বাচিত হয়েছেন?
[A] অনিরুদ্ধ তিওয়ারি
[B] আমরিন্দর সিং
[C] জয়শঙ্কর প্রসাদ
[D] চরণজিৎ সিং চান্নি
3. আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রান গ্রহণকারী প্রথম মহিলা ক্রিকেটার কে?
[A] স্মৃতি মনধানা
[B] মিতালি রাজ্
[C] শেফালী বর্মা
[D] ইস্তিকা ভাটিয়া
4. Digital Quality of Life Index 2021 -এ ভারতের স্থান কততম?
[A] 55
[B] 59
[C] 65
[D] 79
5. ‘400 Days’ পুস্তকটি কে লিখেছেন?
[A] ঝুম্পা লাহিড়ী
[B] চেতন ভগৎ
[C] অভিষেক সিনহা
[D] অনুপম খের
6. সম্প্রতি, Yes Bank উপভোক্তাদের ক্রেডিট কার্ড পরিষেবা প্রদানের জন্য কোন পেমেন্ট নেটওয়ার্ক -এর সঙ্গে সমঝোতা করেছে?
[A] Discover
[B] Mastercard
[C] American Express
[D] Visa
7. Winter Olympics and Paralymics 2022 -এর অফিশিয়াল নীতিবাক্য কী?
[A] Promote Sports for a Shared Future
[B] Together for a Shared Future
[C] All for a Shared Future
[D] কোনটিই সঠিক নয়
8. ‘World Pharmactists Day’ কবে পালিত হয়?
[A] 21 সেপ্টেম্বর
[B] 25 সেপ্টেম্বর
[C] 23 সেপ্টেম্বর
[D] 26 সেপ্টেম্বর