Current Affairs MCQ Pdf: 28th August 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 28th August 2021
1. BSF – -এর নতুন মহানির্দেশক (DG) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রাকেশ আস্থানা
[B] বালাজি শ্রীবাস্তব
[C] সঞ্জয় অরোরা
[D] পঙ্কজ কুমার সিং
2. ‘টোকিও প্যারা অলিম্পিক 2020’ -এ অস্ট্রেলিয়ার পিজ গ্রেকো (Pease Greco) কোন ক্রীড়ায় স্বর্ণপদক জিতেছে?
[A] Boxing
[B] Swimming
[C] Running
[D] Cyclist
3. সম্প্রতি, কোন রাজ্যে ‘Wanchua Festival 2021’ পালিত হয়েছে?
[A] কেরালা
[B] নাগাল্যান্ড
[C] মনিপুর
[D] আসাম
4. সম্প্রতি, O. Chandrsekharan কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] হকি
[B] কুস্তি
[C] ক্রিকেট
[D] ফুটবল
5. নিম্নলিখিত সংস্থা ‘Global Manufacturing Risk Index’ প্রকাশ করেছে?
[A] ADB
[B] Cushman & Wakefield
[C] UN
[D] Knight Frank
6. সম্প্রতি, প্রকাশিত ‘Mission Domination: An Unfinished Quest’ পুস্তকটি লিখেছেন –
[A] বোরিয়া মজুমদার এবং কমলপ্রীত সিং
[B] কুশান সরকার এবং কমলপ্রীত সিং
[C] বোরিয়া মজুমদার এবং কুশান সরকার
[D] উপরের কোনটিই সঠিক নয়
7. সন্দ্বীপ বক্সি পুনরায় কোন ব্যাঙ্কের MD & CEO পদে নিযুক্ত হয়েছেন?
[A] ICICI
[B] HDFC
[C] Axis
[D] Yes Bank
8. নিম্নলিখিত কোন দিবসটি 26 আগস্ট তারিখে পালিত হয়েছে?
[A] Women’s Unity Day
[B] Female Teacher’s Day
[C] Women’s Awareness Day
[D] Women’s Equality Day