Current Affairs MCQ Pdf: 29 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 29 January 2021
1. ‘International Holocaust Remembrance Day’ কবে পালিত হয়?
[A] 26 জানুয়ারী
[B] 27 জানুয়ারী
[C] 28 জানুয়ারী
[D] 29 জানুয়ারী
2. সম্প্রতি কোন শহরে শিশুদের জন্য ‘boat library বা নৌকা গ্রন্থাগার’ শুরু করা হয়েছে?
[A] দিল্লি
[B] কোলকাতা
[C] গান্ধীনগর
[D] আহমেদাবাদ
3. সম্প্রতি উড়িষ্যার বিখ্যাত ও পুরনো “Adivasi Mela 202” কোথায় শুরু হয়েছে?
[A] কটক
[B] ভুবেনেশ্বর
[C] বালাসোর
[D] ব্রহ্মপুর
4. স্বাধীনতা সংগ্রামী লালা লাজপৎ রায়ের জন্মবার্ষিকী কবে পালিত হয়?
[A] 27 জানুয়ারী
[B] 28 জানুয়ারী
[C] 29 জানুয়ারী
[D] 30 জানুয়ারী
5. সম্প্রতি ‘Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar 2021’ কে জিতেছে?
[A] শিখর গর্গ
[B] বিনীত সোলাঙ্কি
[C] রাজেন্দ্র কুমার ভান্ডারী
[D] উপরের কোনোটিই সঠিক নয়
6. সম্প্রতি কোন রাজ্য বালিকাদের জন্য ‘PANKH’ অভিযান শুরু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] ঝাড়খন্ড
[D] মহারাষ্ট্র
7. Reserve Bank of India -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] নিউ দিল্লি
[B] মুম্বই
[C] কোলকাতা
[D] চেন্নাই
8. International Monetary Fund (IMF) -এর সদস্য দেশ কয়টি?
[A] 150
[B] 170
[C] 130
[D] 190
Read More: Current Affairs MCQ: 28 January
Download Current Affairs PDF: 29th January 2021