Current Affairs MCQ Pdf: 29th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 29th June 2021
1. সম্প্রতি, মাইক্রোসফট দ্বারা লঞ্চ ‘Windows 11’ একপ্রকার ____
[A] প্রসেসর
[B] অনলাইন গেম
[C] অপারেটিং সিস্টেম
[D] এন্টিভাইরাস
2. সবসনিক ক্রুজ পরমাণু মিসাইল “নির্ভয়” -এর সফল পরীক্ষণ করেছে?
[A] ISRO
[B] DRDO
[C] BDL
[D] HAL
3. “International MSME Day” কবে পালিত হয়?
[A] 25 জুন
[B] 26 জুন
[C] 27 জুন
[D] 28 জুন
4. Jio ভারতে 5G পরিষেবা প্রদানের জন্য কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে?
[A] TATA
[B] Nokia
[C] Samsung
[D] Google
5. সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে “Zen Garden” -এর উদ্বোধন করেছেন?
[A] গুজরাট
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] উত্তরপ্রদেশ
6. সম্প্রতি, 28 জুন তারিখে ভারতের কোন পূর্ব প্রধানমন্ত্রীর 100 তম জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] মোরারজি দেশাই
[B] পিভি নরশিমা রাও
[C] লাল বাহাদুর শাস্ত্রী
[D] অটল বিহারি বাজপেয়ী
7. কোন ভারতীয় সাঁতারু আসন্ন টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছে?
[A] শ্রীহরি নটরাজ
[B] পি. আর সৃজেশ
[C] অভিষেক ভর্মা
[D] সাজান প্রকাশ
8. আসন্ন, T20 World Cup 2021 ভারত থেকে কোন দেশে স্থানান্তরিত করাহ বে?
[A] ইংল্যান্ড
[B] শ্রীলংকা
[C] বাংলাদেশ
[D] সংযুক্ত আরব আমিরাত