Current Affairs MCQ Pdf: 29th September 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 29th September 2021
1. “Russian Grand Prix 2021” -এর খেতাব কে জিতেছেন?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] Carlos Sainz Jr.
[D] Daniel Ricciardo
2. সম্প্রতি, কবে “World Rivers Day 2021” পালিত হয়েছে?
[A] 22 সেপ্টেম্বর
[B] 26 সেপ্টেম্বর
[C] 24 সেপ্টেম্বর
[D] 28 সেপ্টেম্বর
3. কোন ভারতীয় শহর ‘International Start-up Hub Ranking 2021’ -এ 23 তম স্থান অধিকার করেছে?
[A] হায়দ্রাবাদ
[B] দিল্লি
[C] মুম্বাই
[D] ব্যাঙ্গালোর
4. Jyothi Surekha Vennam কোন ক্রীড়ায় রৌপ্য পদক জিতেছে?
[A] Tennis
[B] Badminton
[C] Shooting
[D] Archery
5. ‘World Rabies Day’ কবে পালিত হয়?
[A] 27 সেপ্টেম্বর
[B] 28 সেপ্টেম্বর
[C] 29 সেপ্টেম্বর
[D] 30 সেপ্টেম্বর
6. নিমাবেন আচার্য কোন রাজ্য বিধানসভার প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হয়েছেন?
[A] পাঞ্জাব
[B] উত্তর প্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট
7. সম্প্রতি, Moeen Ali টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন জাতীয় দলের খেলোয়াড়?
[A] বাংলদেশ
[B] পাকিস্তান
[C] দক্ষিণ আফ্রিকা
[D] ইংল্যান্ড
8. কোন ভারতীয় ব্যাটসম্যান T20 ক্রিকেটে সর্বপ্রথম 10,000 রান করেন?
[A] রোহিত শর্মা
[B] শিখর ধবন
[C] বিরাট কোহলি
[D] কে. এল রাহুল