Current Affairs MCQ Pdf: 2nd April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 2nd April 2021
1. সম্প্রতি 1 এপ্রিল 2021 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কততম স্থাপনা দিবস পালন করেছে?
[A] 51 তম
[B] 86 তম
[C] 90 তম
[D] 92 তম
2. Global Gender Gap Index 2021 -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
[A] রাশিয়া
[B] ফিনল্যাণ্ড
[C] আইসল্যান্ড
[D] নিউজিল্যান্ড
3. সম্প্রতি 1 এপ্রিল 2021 সালে “উড়িষ্যা” কততম দিবস পালন করেছে?
[A] 78 তম
[B] 81 তম
[C] 85 তম
[D] 90 তম
4. সম্প্রতি কাকে ‘Saraswati Samman 2020’ প্রদান করা হয়েছে?
[A] রমাকান্ত রথ
[B] বাসদেব মোহি
[C] হরিবংশ বচ্চন
[D] ড: শরণ কুমার লিম্বালে
5. সম্প্রতি প্রকাশিত ICC ODI রেঙ্কিং -এ শীর্ষে কে রয়েছে?
[A] রোহিত শর্মা
[B] বাবর আলম
[C] বিরাট কোহলি
[D] কোনটিই সঠিক নয়
6. সম্প্রতি তিন দিবসীয় আয়ুর্বেদ পর্ব -এর আয়োজন কোথায় করা হয়েছে?
[A] গোয়ালিয়র
[B] ভুবেনশ্বর
[C] ইন্দোর
[D] কোনটিই সঠিক নয়
7. সম্প্রতি ব্রিটানিয়া সংস্থার অতিরিক্ত নির্দেশক পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] ড: শরণ লিম্বালে
[B] সোমা মন্ডল
[C] উরজিৎ প্যাটেল
[D] কোনটিই সঠিক নয়
8. International Theatre Institute (ITI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] রোম
[B] প্যারিস
[C] জেনেভা
[D] মস্কো
Current Affairs MCQ Pdf: 2nd April 2021: Download