Current Affairs MCQ Pdf: 3 May 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 3 May 2021
1. সম্প্রতি কবে “ভারতীয় সিনেমার জনক” দাদা সাহেব ফালকে -এর জন্ম বার্ষিকী পালিত হয়েছে?
[A] 29 এপ্রিল
[B] 30 এপ্রিল
[C] 1 মে
[D] 2 মে
2. BRO -এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার পদে কে নিযুক্ত হয়েছে?
[A] সুনিতা উইলিয়ামস
[B] বৈশালী হিবাসে
[C] ভব্যা দেশমুখ
[D] স্বাতী পান্ডে
3. “আয়ুষ্মান ভারত দিবস” কবে পালিত হয়েছে?
[A] 26 এপ্রিল
[B] 28 এপ্রিল
[C] 30 এপ্রিল
[D] 2 মে
4. সম্প্রতি, 2 মে তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?
[A] World Tuna day
[B] World Hydrography Day
[C] World Father’s Day
[D] International Yoga Day
5. ‘Asian Boxing Chapionship 2021’ কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] ভারত
[B] চীন
[C] তুর্কী
[D] সংযুক্ত আরব আমিরাত
6. Axis Bank -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সমীর কুমার খারে
[B] ভিনকেশ গুলাটি
[C] রামা মোহন রাও
[D] অমিতাভ চৌধুরী
7. সম্প্রতি, 1 মে তারিখে কোন দুটি রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
[A] তামিলনাড়ু এবং তেলেঙ্গানা
[B] কেরল এবং অন্ধ্রপ্রদেশ
[C] ওড়িষ্যা এবং বিহার
[D] মহারাষ্ট্র এবং গুজরাট
8. সম্প্রতি, 1 মে তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?
[A] World Creativity and Innovation Day
[B] International Workers’ Day
[C] International Nelson Mandela Day
[D] World Day for International Justice
Current Affairs MCQ Pdf: 3 May 2021: Download