Current Affairs MCQ Pdf: 30 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 30 January 2021
1. কোন দেশ ‘AFC Women’s Asian Cup 2022’ আয়োজন করবে?
[A] বাংলাদেশ
[B] ভারত
[C] শ্রীলংকা
[D] মালেশিয়া
2. সম্প্রাতি কোন আন্তর্জাতিক সংস্থা “Player of the Month Award” শুরু করেছে?
[A] International Hockey Federation
[B] International Cricket Council
[C] International Bowling Federation
[D] International Tennis Federation
3. Asian Football Confederation (AFC) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] মালদ্বীপ
[B] সিঙ্গাপুর
[C] মালেশিয়া
[D] কম্বোডিয়া
4. বিশ্ব কুষ্ঠ দিবস বা World Leprosy Day প্রতিবছর জানুয়ারি মাসের ___________ -এ পালিত হয়।
[A] প্রথম রবিবার
[B] দ্বিতীয় রবিবার
[C] শেষ শনিবার
[D] শেষ রবিবার
5. ‘Union Budget’ মোবাইল অ্যাপটি কোন সংস্থা বানিয়েছে?
[A] Indian Computer Emergency Response Team
[B] National Informatics Centre
[C] National Technical Research Organisation
[D] Department of Telecommunications
6. সম্প্রতি খবরে থাকা, মহাম্মদ ইশটাযে (Mohammed Ishtaye) কোন দেশের প্রধানমন্ত্রী?
[A] ইজরায়েল
[B] প্যালেস্টাইন
[C] পেরু
[D] আর্জেন্টিনা
7. সম্প্রতি কাজা কালাস (Kaja Kalas) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন?
[A] জিম্বোনিয়া
[B] ইস্টোনিয়া
[C] ইথিওপিয়া
[D] উপরের কোনটিই সঠিক নয়
8. Election Commission of India (ECI) – এর প্রতিষ্ঠা হয় কত সালে?
[A] 1950 খ্রিস্টাব্দে
[B] 1952 খ্রিস্টাব্দে
[C] 1954 খ্রিস্টাব্দে
[D] 1956 খ্রিস্টাব্দে
Read More: Current Affairs MCQ: 29 January
Download Current Affairs PDF: 30th January 2021