Current Affairs MCQ Pdf: 30 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 30 March 2021
1. কোন দেশ “AFC Women’s Asian Cup 2022” -এর আয়োজন করবে?
[A] রাশিয়া
[B] জাপান
[C] বাংলাদেশ
[D] ভারত
2. সম্প্রতি কোন সংস্থা “World Development Report 2021” প্রকাশ করেছে?
[A] Word Bank
[B] United Nation
[C] NASA
[D] UNICEF
3. সম্প্রতি কবে “World Theatre Day” কবে পালিত হয়েছে?
[A] 23 মার্চ
[B] 25 মার্চ
[C] 27 মার্চ
[D] 29 মার্চ
4. সম্প্রতি প্রকাশিত “Name of The Women” পুস্তকটির কে লিখেছেন?
[A] রাস্কিন বন্ড
[B] অরুন্ধতী রায়
[C] জিৎ থাইল
[D] শশী থরুর
5. নিলম সাহানি কোন রাজ্যের নতুন State Election Commissioner (SEC) পদে নিযুক্ত হয়েছেন?
[A] মধ্যপ্রদেশ
[B] অন্ধপ্রদেশ
[C] সিকিম
[D] হরিয়ানা
6. সম্প্রতি কোন রাজ্যে “Shaheed Ashfaq Ulla Khan Zoological Park” -এর উদ্ঘাটন করা হয়েছে?
[A] সিকিম
[B] ঝাড়খন্ড
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ
7. Airports Authority of India (AAI) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] কণা শশীধর
[B] অরুন কুমার শ্রীবাস্তব
[C] অর্চনা রঞ্জন
[D] সঞ্জীব কুমার
8. Earth Hour 2021 -এর থিম কি ছিল?
[A] Shining a light at Climate Action
[B] Climate Change to Save Earth
[C] Save Energy, Save Earth – Energy saving, Earth protection
[D] Climate Action and sustainable development
Current Affairs MCQ Pdf: 30 March 2021: Download