Current Affairs MCQ Pdf: 3rd July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 3rd July 2021
1. ভারতীয় বায়ুসেনার নতুন উপ-প্রধান (Vice-Chief) পদে অধিষ্ঠিত হয়েছেন?
[A] সঞ্জয় শর্মা
[B] বিবেক রাম চৌধুরী
[C] সুজিত অরোরা
[D] অজয় ত্যাগী
2. Global Startup Ecosystem Index 2021 -এ ভারতের অবস্থান কত তম?
[A] 10 তম
[B] 15 তম
[C] 20 তম
[D] 30 তম
3. “নীতি আয়োগ” -এর বর্তমান CEO -এর কার্যকাল 1 বছর বৃদ্ধি করা হয়েছে। বর্তমান CEO কে ?
[A] সুনীল অরোরা
[B] অমিতাভ কান্ট্
[C] সচিন বন্সল
[D] মোহিত প্যাটেল
4. সম্প্রতি, প্রকাশিত “Policymaker’s Journal: From New Delhi to Washington DC” পুস্তকটি কে লিখেছেন?
[A] সুদীপ মিশ্রা
[B] কৌশিক বসু
[C] অর্জিত খান্না
[D] অরুন্ধতী রায়
5. সম্প্রতি, কবে ‘National Chartered Accountants Day’ পালিত হয়েছে?
[A] 1 জুলাই
[B] 2 জুলাই
[C] 3 জুলাই
[D] 4 জুলাই
6. নিম্নলিখিত কাকে BCCI দ্বারা “রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার” -এর জন্য মনোনীত করা হয়েছেন?
[A] জসপ্রীত বুমরাহ
[B] শিখর ধবন
[C] কে. এল রাহুল
[D] রবিচন্দ্রন অশ্বিন
7. কোন রাজ্যের পূর্ব রাষ্ট্রপতি জ্যাকবো জুমা (Jacob Zuma) কে 15 মাসের জেলের সাজা দেওয়া হয়েছে?
[A] তানজানিয়া
[B] দক্ষিণ আফ্রিকা
[C] জাম্বিয়া
[D] জিম্বাবুয়ে
8. নিম্নলিখিত কোন আন্তর্জাতিক দিবসটি 2 জুলাই তারিখে পালিত হয়?
[A] World Science Day
[B] World Political Day
[C] World UFO Day
[D] International Plastic bag free Day