Current Affairs MCQ Pdf: 5 May 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 5 May 2021
1. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন উপ-গভর্নর (Deputy Governor) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] গৌতম খান্না
[B] রমেশ কুমার
[C] রামেশ্বর সিং
[D] টি. রবি শঙ্কর
2. সম্প্রতি কে ‘Portuguese Grand Prix 2021’ খেতাব জিতেছে?
[A] Valtteri Bottas
[B] Lewis Hamilton
[C] Lando Norris
[D] Max Verstappen
3. সম্প্রতি কবে ‘Gujrat Foundation Day’ পালিত হয়েছে?
[A] 1 মে
[B] 2 মে
[C] 3 মে
[D] 4 মে
4. বিশ্ব হাস্য দিবস (World Laughter Day) কবে পালিত হয়?
[A] 1 মে
[B] 2 মে
[C] 3 মে
[D] 4 মে
5. সম্প্রতি, 3 মে তারিখে ভারতের কোন পূর্ব-রাষ্ট্রপতির মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?
[A] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
[B] ভি. ভি গিরি
[C] ড: জাকির হোসেন
[D] ড: রাজেন্দ্র প্রাসাদ
6. সম্প্রতি খবরে থাকা, পুটোলা নাচ (Putola Nach) কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] সিকিম
[D] অসম
7. কোন দেশ জুন, 2021 সালে ‘Shangri-La Dialogue’ আয়োজন করবে?
[A] মালেশিয়া
[B] চীন
[C] সিঙ্গাপুর
[D] সুইজারল্যান্ড
8. ভারতীয় বিমান বাহিনী (IAF) কোন শহরে Covid-19 -এর জন্য 100 টি বেড স্থাপনার পরিকল্পনা করেছে?
[A] বেঙ্গালুরু
[B] দিল্লী
[C] ভোপাল
[D] পুনে
Current Affairs MCQ Pdf: 5 May 2021: Download