Current Affairs MCQ Pdf: 5th August 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 5th August 2021
1. ভারতের কোন শহর সর্বপ্রথম 100 শতাংশ Covid-19 টিকাকরন সম্পন্ন করেছে?
[A] মুম্বাই
[B] চন্ডিগড়
[C] জম্মু
[D] ভুবনেশ্বর
2. নিকোল পাসিনয়ান (Nikol Pashinyan) কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন?
[A] অস্ট্রেলিয়া
[B] তাজিকিস্তান
[C] তাঞ্জানিয়া
[D] আর্মেনিয়া
3. “World Breastfeeding Week” প্রতিবছর কবে পালিত হয়?
[A] জুলাই -এর চতুর্থ সপ্তাহে
[B] আগস্ট – এর দ্বিতীয় সপ্তাহে
[C] জুলাই -এর তৃতীয় সপ্তাহে
[D] আগস্ট – এর প্রথম সপ্তাহে
4. সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে “হলদিবাড়ি -চিলাহাটি রেল পথ” পুনরায় শুরু করা হয়েছে?
[A] পাকিস্তান
[B] বাংলাদেশ
[C] চীন
[D] ভুটান
5. রাম নাথ কোবিন্দ, কোন রাজ্যের পাঁচ দিবসীয় যাত্রায় আছেন?
[A] উড়িষ্যা
[B] রাজস্থান
[C] তামিলনাড়ু
[D] মধ্যপ্রদেশ
6. নিম্নলিখিত, কোন দিবসটি ভারত জুড়ে 3রা আগস্ট -এ পালিত হয়?
[A] Postal Service Day
[B] Public Service Day
[C] Women Safety Day
[D] Heart Transplant Day
7. কোন দেশ 3-17 বছর বয়সি শিশুদের জন্য Covid-19 টিকাকরন শুরু করেছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] চীন
[D] নেপাল
8. সম্প্রতি, কবে “National Sisters Day” পালিত হয়েছে?
[A] 1 আগস্ট
[B] 2 আগস্ট
[C] 3 আগস্ট
[D] 4 আগস্ট