Current Affairs MCQ Pdf: 5th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 5th June 2021
1. সম্প্রতি, কবে “তেলেঙ্গানা স্থাপনা দিবস” পালিত হয়েছে?
[A] 1 জুন
[B] 2 জুন
[C] 3 জুন
[D] 4 জুন
2. ভারতীয় নৌ-সেনার উপ-প্রমুখ (Deputy Chief) কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় ভোদোরিয়া
[B] মহেশ সিং জৈন
[C] রভনীত সিং
[D] রামেশ্বের পাঠক
3. “Asian Boxing Championship 2021” -এ কোন ভারতীয় স্বর্ণ পদক জিতেছে?
[A] অমিত পানগাল
[B] সঞ্জিত কুমার
[C] শিবা থাপা
[D] অজয় মাথুর
4. WHO, ভারতে চিহ্নিত ‘B.1.612.2’ কোভিড -১৯ -এর ভেরিয়েন্ট কে কি নাম দিয়েছে?
[A] BETA
[B] DELTA
[C] GAMA
[D] ALPHA
5. সাম্প্রতিক কালে, কোন দেশ “Three Child Policy” প্রণীত করেছে?
[A] রাশিয়া
[B] ভারত
[C] বাংলাদেশ
[D] চীন
6. সম্প্রতি প্রকাশিত, “Stargazing: The Players in My Life” পুস্তকটি কে লিখেছেন?
[A] জুহি চাওলা
[B] রাস্কিন বন্ড
[C] ডগলাস স্টুয়ার্ট
[D] রবি শাস্ত্রী
7. Central Board of Direct Taxes (CBDT) -এর অতিরিক্ত কার্যভার কাকে দেওয়া হয়েছে?
[A] অনু জে সিং
[B] অনুজা সারেঙ্গী
[C] জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র
[D] জগজিৎ পাবাড়িয়া
8. H10N3 বার্ড ফ্লু -এর মানব সংক্ৰমন কোন দেশে চিহ্নিত হয়েছে?
[A] জাপান
[B] মালেশিয়া
[C] সিঙ্গাপুর
[D] চীন
Current Affairs MCQ Pdf: 5th June 2021: Download