Current Affairs MCQ Pdf: 6th April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 6th April 2021
1. ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রজনীশ কুমার
[B] সঞ্জয় বন্সল
[C] অজয় ত্যাগী
[D] সুশীল চন্দ্রা
2. সম্প্রতি কোন সংস্থা ‘World in 2030: Public Survey Report’ প্রকাশ করেছে?
[A] ILO
[B] UNESCO
[C] UNICEF
[D] IMF
3. সম্প্রতি কবে International Day for Mine Awareness পালিত হয়?
[A] 2 এপ্রিল
[B] 3 এপ্রিল
[C] 4 এপ্রিল
[D] 5 এপ্রিল
4. কোন দেশ World Cities Cultural Forum 2021 Summit -এ সভাপতিত্ব করবে?
[A] ভারত
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] রাশিয়া
[D] ইংল্যান্ড
5. Indian Achievers’ Award 2021 কাকে দেওয়া হয়েছে?
[A] অশোক কুমার
[B] বিবেক বিন্দ্রা
[C] অরুন যাদব
[D] জসপাল সিং
6. সম্প্রতি World Bank এবং AIIB কোন রাজ্যের জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করেছে?
[A] উড়িষ্যা
[B] বিহার
[C] পাঞ্জাব
[D] উত্তরপ্রদেশ
7. সম্প্রতি কোন রাজ্য সরকার সব বয়সের সাংবাদিকদের Covid -19 টিকাকরণের ঘোষণা করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] উত্তরাখন্ড
[D] মধ্যপ্রদেশ
8. National Maritime Day কবে পালিত হয়?
[A] 6 এপ্রিল
[B] 5 এপ্রিল
[C] 8 এপ্রিল
[D] 4 এপ্রিল
Current Affairs MCQ Pdf: 6th April 2021: Download