Current Affairs MCQ Pdf: 8 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 8 March 2021
1. সম্প্রতি প্রকাশিত ‘Municipal Performance Index 2020’ -এ কোন শহর শীর্ষে রয়েছে?
[A] ভোপাল
[B] ইন্দোর
[C] বেঙ্গালুরু
[D] পুনে
2. সম্প্রতি কোন রাজ্য প্রবাসী শ্রমিকদের নিবন্ধকরণের জন্য ওয়েবপোর্টাল শুরু করেছে?
[A] মহারাষ্ট্র
[B] পশ্চিমবঙ্গ
[C] গুজরাট
[D] মেঘালয়
3. সম্প্রতি Sansad TV -এর CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] উমেশ সিনহা
[B] অজয় মোহন
[C] রবি কাপুর
[D] কোনটিই সঠিক নয়
4. ‘International Women’s Day’ কবে পালিত হয়?
[A] 5 মার্চ
[B] 6 মার্চ
[C] 7 মার্চ
[D] 8 মার্চ
5. সম্প্রতি কৃষি অর্থশাস্ত্রী অশোক গুলাটি কোন ব্যাঙ্কের অতিরিক্ত নির্দেশক পদে নিযুক্ত হয়েছে?
[A] ভারতীয় স্টেট্ ব্যাঙ্ক
[B] এক্সিস ব্যাঙ্ক
[C] কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
[D] পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
6. সম্প্রতি ভারতীয় সেনা কোথায় কমিউনিটি রেডিও স্টেশন “Radio Chinar 90.4, Har Dil Ki Dhadkan” শুরু করেছেন?
[A] নাগাল্যান্ড
[B] জম্মু ও কাশ্মীর
[C] মেঘালয়
[D] অরুণাচল প্রদেশ
7. সম্প্রারই ভারতীয় বিমান বাহিনী কোন দেশকে 1971 সালের যুদ্ধের একটি হেলিকপ্টার উপহার দিয়েছে?
[A] রাশিয়া
[B] বাংলাদেশ
[C] জার্মানি
[D] ফ্রান্স
8. দক্ষিন আফ্রিকা ক্রিকেট দলের ODI এবং T20 -এর নতুন ক্যাপ্টেন কে?
[A] Temba Bavuma
[B] David Miller
[C] Dean Elgar
[D] Chris Morris
Current Affairs MCQ Pdf: 8 March 2021: Download