Current Affairs MCQ Pdf: 9 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 9 January 2021
1. সম্প্রতি হেমা কোহলি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন?
[A] তেলেঙ্গানা
[B] গুজরাট
[C] রাজস্থান
[D] উত্তরপ্রদেশ
2. সম্প্রতি কোন রাজ্য ‘mPension’ নামক একটি মোবাইল App শুরু করেছে?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] ঝাড়খন্ড
[D] মনিপুর
3. সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা গঠিত ‘Human Rights Cell’ -এর চেয়ারমেন পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] খুশবন্ত সিং
[B] গৌতম চৌহান
[C] শিবেন্দ্র জোশি
[D] কোনটিই সঠিক নয়
4. সম্প্রতি বীরেন্দ্র কুমার পাল কোন দেশে “ভারতের রাজদূত” পদে নিযুক্ত হয়েছেন?
[A] চীন
[B] ইতালি
[C] ব্রাজিল
[D] সোমালিয়া
5. সম্প্রতি ‘Khelo India Ice Hockey Tournament’ কোথায় শুরু হয়েছে?
[A] লাদাখ
[B] গুলমার্গ
[C] কার্গিল
[D] কোনটিই সঠিক নয়
6. সম্প্রতি JK Maheshwari কোন রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন?
[A] রাজস্থান
[B] সিকিম
[C] পশ্চিমবঙ্গ
[D] মহারাষ্ট্র
7. Indian Air Force (IAF) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] ভোপাল
[B] চন্ডিগড়
[C] পুনে
[D] নতুন দিল্লি
8. ভারত সরকার কোন দেশের ভূমিকম্পগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের পুনঃনির্মাণের জন্য 19.21 (INR) কোটি অর্থ মঞ্জুর করেছে?
[A] ভুটান
[B] বাংলাদেশ
[C] নেপাল
[D] শ্রীলংকা
Read More: Current Affairs MCQ: 8 January
Download Current Affairs PDF: 9th January 2021