Current Affairs MCQ Pdf: 9th April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 9th April 2021
1. ভারতের নতুন রাজস্ব সচিব (Revenue Secretary) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় শেঠ
[B] অমিত কুমার
[C] বি. মুরলীধর
[D] তরুণ বাজাজ
Show Ans
Correct Answer: [D] তরুণ বাজাজ
Short Note: কেন্দ্র সরকার অর্থ মন্ত্রকের অধীনে তরুণ বাজাজ -কে দেশের নতুন রাজস্ব সচিব (Revenue Secretary) পদে নিয়োগের অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, ভারতের বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী হলেন– নির্মলা সীতারমন।
2. নিউয়েন জুয়ান ফুক (Nguyen Xuan Phuc) কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] আলজেরিয়া
[B] ডেনমার্ক
[C] ভিয়েতনাম
[D] আলবেনিয়া
Show Ans
Correct Answer: [C] ভিয়েতনাম
Short Note:
ভিয়েতনাম (Vietnam) –
- ভিয়েতনাম এশিয়া মহাদেশে অবস্থিত
- রাজধানী – হ্যানয়
- মুদ্রা – ভিয়েতনামি ডং
- প্রধানমন্ত্রী – ফাম মিন চিন (Phạm Minh Chính)
- রাষ্ট্রপতি – নিউয়েন জুয়ান ফুক (Nguyen Xuan Phuc)
3. সম্প্রতি 6 এপ্রিল 2021 তারিখে ভারতীয় জনতা পার্টি (BJP) কত তম স্থাপনা দিবস উদযাপন করেছে?
[A] 39 তম
[B] 41 তম
[C] 53 তম
[D] 65 তম
Show Ans
Correct Answer: [B] 41 তম
Short Note: 1980 সালের 6 এপ্রিল তারিখে ভারতীয় জনতা পার্টি (BJP) -এর প্রতিষ্ঠা হয়েছিল।
ভারতীয় জনতা পার্টি (BJP) –
- স্থাপনা – 6 এপ্রিল 1980
- সদরদপ্তর – নিউ দিল্লি
- প্রথম প্রেসিডেন্ট – অটল বিহারী বাজপেয়ী
- বর্তমান প্রেসিডেন্ট – জে. পি. নাড্ডা
4. Forbes Billionaires List 2021 – এ শীর্ষে রয়েছে____
[A] Mukesh Ambani
[B] Elon Musk
[C] Jeff Bezos
[D] Bernard Arnault
Show Ans
Correct Answer: [C] Jeff Bezos
Short Note: সম্প্রতি Forbes বিশ্বের ধনী ব্যক্তিদের 35 তম বার্ষিক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 177 বিলিয়ন মার্কিন ডলার সম্পপ্তি নিয়ে শীর্ষে রয়েছে আমাজন -এর CEO – জেফ বেজোস।
5. Airports Authority of India (AAI) -এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] ভিনেত সিনহা
[B] সঞ্জীব কুমার
[C] শ্ৰমিত ব্যানার্জ্জী
[D] সন্দীপ মেহতা
Show Ans
Correct Answer: [B] সঞ্জীব কুমার
Short Note: সম্প্রতি 7 এপ্রিল 2021 তারিখে সিনিয়র IAS অফিসার সঞ্জীব কুমার; Airports Authority of India (AAI) -এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন।
6. কেন্দ্র সরকার কোন রাজ্যের 14 টি সড়ক প্রকল্পের জন্য 670 কোটি টাকা বরাদ্দ করেছে?
[A] ঝাড়খন্ড
[B] বিহার
[C] পশ্চিমবঙ্গ
[D] ওড়িষ্যা
Show Ans
Correct Answer: [A] ঝাড়খন্ড
Short Note:
ঝাড়খন্ড (Jharkhand) –
- রাজধানী – রাঁচি
- মুখ্যমন্ত্রী – হেমন্ত সোরেন
- রাজ্যপাল – দ্রৌপদী মুর্মু
- লোকসভা আসন -14, রাজ্যসভা আসন – 6, বিধানসভা আসন – 81
7. পৃথিবীর উচ্চতম রেলসেতু “চেনাব সেতু” -টি কোথায় অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] অরুণাচল প্রদেশ
[C] জম্মু এবং কাশ্মীর
[D] উত্তরাখন্ড
Show Ans
Correct Answer: [C] জম্মু এবং কাশ্মীর
Short Note: চেনাব নদীর উপর নির্মিত 1.3 কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ঠ এই সেতুটির উচ্চতা 359 মিটার।
8. সম্প্রতি হরিয়ানা সরকার কোন ই-কর্মাস সংস্থাকে 140 একর জমি বরাদ্দ করেছে?
[A] আমাজন
[B] ফ্লিপকার্ট
[C] ওয়ালমার্ট
[D] রিলায়েন্স ডিজিটাল
Show Ans
Correct Answer: [B] ফ্লিপকার্ট
Short Note:
ফ্লিপকার্ট (Flipkart) –
- প্রতিষ্ঠা – অক্টোবর, 2007 বেঙ্গালুরু
- প্রতিষ্ঠাতা – সচিন বনসল এবং বিন্নী বনসল
- CEO – কল্যাণ কৃষ্ণমূর্তি
Join on Telegram
Current Affairs MCQ Pdf: 9th April 2021: Download