Current Affairs MCQ Pdf: 9th July 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 9th July 2021
1. “AFC Women’s Asian Cup 2022” কোন দেশে আয়োজিত হবে?
[A] আয়ারল্যান্ড
[B] ভারত
[C] আমেরিকা
[D] ইন্দোনেশিয়া
2. Women’s Speed Chess Championship 2021 -এর খেতাব কে জিতেছে?
[A] বিজয় লক্ষ্মী
[B] হরিকা দ্রনাভাল্লি
[C] জুডিট পোলগার
[D] হউ যিফান
3. Khadi Prakritik Paint -এর নতুন ব্র্যান্ড এম্বাসেডর কে হয়েছেন?
[A] নরেন্দ্র সিং তোমার
[B] নিতিন গডকড়ি
[C] অজয় দেবগান
[D] বিরাট কোহলি
4. কোন রাজ্য সরকার “Bold Project” শুরু করেছে?
[A] পাঞ্জাব
[B] রাজস্থান
[C] হরিয়ানা
[D] মধ্যপ্রদেশ
5. মৈরাং (Mairang), ভারতের কোন রাজ্যের 12 তম জেলা গঠিত হয়েছে?
[A] অন্ধ্র প্রদেশ
[B] মেঘালয়
[C] সিকিম
[D] উত্তরাখন্ড
6. ‘The Fourth Lion: Essays for Gopalkrishna Gandhi’ পুস্তকটি কে লিখেছেন?
[A] অরুন তিওয়ারি
[B] এম. কে গান্ধী
[C] অমিষ ত্রিপাঠি
[D] ভেনু মাধব গোবিন্দু
7. ভারত সরকার কোন মোবাইল অ্যাপটি মৎস চাষীদের জন্য লঞ্চ করেছে?
[A] Fish Knowledge
[B] Fish Science
[C] Fish Diversity
[D]Fish SETU
8. WHO কোন দেশকে “ম্যালেরিয়া মুক্ত” ঘোষণা করেছে?
[A] ভারত
[B] চীন
[C] থাইল্যান্ড
[D] শ্রীলংকা