Current Affairs MCQ Pdf: 9th September 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 9th September 2021
1. সম্প্রতি, কোন ভারতীয় জীববিজ্ঞানীকে ‘Bahler Turtle Conservaion Award’ দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] গনেশ নাগার্জু
[B] বিলিকেরে দ্বারকানাথী
[C] অনুরাধা লোহিয়া
[D] শৈলেন্দ্র সিং
2. কোন রাজ্য লাভলিনা বোরগোহাইন -কে ‘সর্ব শিক্ষা অভিযান’ -এর ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছেন?
[A] হরিয়ানা
[B] আসাম
[C] মহারাষ্ট্র
[D] গুজরাট
3. সম্প্রতি, কোন রাজ্য বিধানসভা ‘University of Health Science Bill 2021’ পাশ করেছে?
[A] গুজরাট
[B] উড়িষ্যা
[C] পশ্চিমবঙ্গ
[D] মধ্যপ্রদেশ
4. ‘টোকিও প্যারা-অলিম্পিক 2020’ -এ কোন দেশ সবচেয়ে বেশি সংখ্যক পদক জিতেছে?
[A] জাপান
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ভারত
[D] চীন
5. গ্রামীণ বিকাশের জন্য ‘Vatan Prem Scheme’ লঞ্চ করেছে?
[A] ঝাড়খন্ড
[B] বিহার
[C] গুজরাট
[D] উত্তরাখন্ড
6. সম্প্রতি, কবে ‘International Day of Clean Air of Blue Skies 2021’ পালিত হয়েছে?
[A] 6 সেপ্টেম্বর
[B] 7 সেপ্টেম্বর
[C] 8 সেপ্টেম্বর
[D] 9 সেপ্টেম্বর
7. সম্প্রতি, প্রকাশিত ‘The Blind Matriarch’ পুস্তকটি কে লিখেছেন?
[A] সুধাংশু মিত্তল
[B] আয়ুষী বর্মা
[C] ধ্বনি শর্মা
[D] নমিতা গোখলে
8. সম্প্রতি, কবে ‘World Physical Therapy Day’ পালিত হয়েছে?
[A] 5 সেপ্টেম্বর
[B] 6 সেপ্টেম্বর
[C] 7 সেপ্টেম্বর
[D] 8 সেপ্টেম্বর