Dadasaheb Phalke Award Winners in Bengali (1969 – 2021): ভারতীয় সিনেমার জনক বা Father of Indian Cinema – দাদাসাহেব ফালকে এর প্রকৃত নাম – ধুন্রাজ্দি গোবিন্দ ফালকে। তিনি 1870 খ্রিস্টাব্দের 30 এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহন করেন। তিনি 1913 সালে ভারতের প্রথম চলচিত্র ‘রাজা হরিশচন্দ্র’ -এর নির্দেশনা করেন। তিনি তাঁর জীবন কালে মোট 95 টি চলচিত্র এবং 26 টি Short Film এর নির্দেশনা করেন।
ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার হল “দাদাসাহেব ফালকে পুরস্কার”। ভারতীয় সিনেমায় তাঁর অমূল্য অবদানের জন্য ভারত সরকার 1969 সালে ‘Dadasaheb Phalke Award’ -এর সূচনা করেন। You Can also checkout – Award List
Dadasaheb Phalke Award Winners
প্রাপক | সাল | চলচিত্র শিল্প |
---|---|---|
অমিতাভ বচ্চন | ২০১৮ | হিন্দি |
বিনোদ খান্না | ২০১৭ | হিন্দি |
কাসিনাথুনি বিশ্বনাথ | ২০১৬ | তেলেগু |
মনোজ কুমার | ২০১৫ | হিন্দি |
শশী কাপুর | ২০১৪ | হিন্দি |
গুলজার | ২০১৩ | হিন্দি |
প্রাণ | ২০১২ | হিন্দি |
সৌমিত্র চ্যাটার্জি | ২০১১ | বাংলা |
কে. বালাচানদের | ২০১০ | তামিল, তেলেগু |
ডি. রামানাইডু | ২০০৯ | তেলেগু |
ভি.কে মূর্তি | ২০০৮ | হিন্দি |
মান্না দে | ২০০৭ | বাংলা, হিন্দি |
তপন সিনহা | ২০০৬ | বাংলা, হিন্দি |
শ্যাম বেনেগাল | ২০০৫ | হিন্দি |
অদূর গোপালকৃষ্ণান | ২০০৪ | মালায়ালম |
মৃনাল সেন | ২০০৩ | বাংলা |
দেব আনন্দ | ২০০২ | হিন্দি |
যশ চোপড়া | ২০০১ | হিন্দি |
আশা ভোসলে | ২০০০ | হিন্দি, মারাঠি |
হৃষিকেশ মূখার্জি | ১৯৯৯ | হিন্দি |
বি. আর চোপড়া | ১৯৯৮ | হিন্দি |
কবি প্রদীপ | ১৯৯৭ | হিন্দি |
শিবাজী গনেশান | ১৯৯৬ | তামিল |
রাজকুমার | ১৯৯৫ | কানাড়া |
দিলীপ কুমার | ১৯৯৪ | হিন্দি |
মাজরূহ সুলতানপুরী | ১৯৯৩ | হিন্দি |
ভূপেন হাজারিকা | ১৯৯২ | আসামি |
ভালাজি পেনধারকার | ১৯৯১ | মারাঠি |
আক্কিনেনি নাগেশ্বর রাও | ১৯৯০ | তেলেগু |
লতা মঙ্গেশকর | ১৯৮৯ | হিন্দি, মারাঠি |
অশোক কুমার | ১৯৮৮ | হিন্দি |
রাজ্ কাপুর | ১৯৮৭ | হিন্দি |
বি. নাগি রেড্ডি | ১৯৮৬ | তেলেগু |
ভি. শান্তারাম | ১৯৮৫ | হিন্দি, মারাঠি |
সত্যজিৎ রায় | ১৯৮৪ | বাংলা |
দূর্গা খোঁটে | ১৯৮৩ | হিন্দি, মারাঠি |
এল. ভি. প্রাসাদ | ১৯৮২ | হিন্দি, তামিল, তেলেগু |
নৌসাদ | ১৯৮১ | হিন্দি |
পাইদি জয়রাজ | ১৯৮০ | হিন্দি, তেলেগু |
সোহরাব মোদী | ১৯৭৯ | হিন্দি |
রাইচাঁদ বোড়াল | ১৯৭৮ | হিন্দি, বাংলা |
কানন দেবী | ১৯৭৭ | হিন্দি, বাংলা |
ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি | ১৯৭৫ | বাংলা |
বি. নারসিম্হা রেড্ডি | ১৯৭৪ | তেলেগু |
রুবি মায়ের্স | ১৯৭৩ | হিন্দি |
পঙ্কজ মৌল্লিক | ১৯৭২ | বাংলা, হিন্দি |
পৃথিবীরাজ কাপুর | ১৯৭১ | হিন্দি |
বীরেন্দ্রনাথ সিরকার | ১৯৭০ | বাংলা |
দেবিকা রানী | ১৯৬৯ | হিন্দি |
Download দাদাসাহেব পুরস্কার বিজেতা তালিকা