Daily Current Affairs MCQ: 26 December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs MCQ: 26 December 2020
1. সম্প্রতি কোন রাজ্য ‘Burevi’ নামক ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে?
[A] উড়িষ্যা
[B] কেরালা
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাডু
2. সম্প্রতি কোন সংস্থা ক্যাম্পাসে Regional Academic Centre for Space (RAC-S) স্থাপনের জন্য ISRO -এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে?
[A] Banaras Hindu University
[B] Delhi University
[C] IIT Kharagpur
[D] Hindu Collage
3. ‘National Consumer Day 2020’ কবে পালিত হয়েছে?
[A] 22 December
[B] 23 December
[C] 24 December
[D] 25 December
4. ‘National Consumer Day 2020’ -এর থিম কি ছিল?
[A] Consumer Protection in Digital Era
[B] New Features of Consumer Protection Act, 2019
[C] Alternate Consumer Grievance
[D] Timely Disposal of Consumer Complaints
5. সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম ‘রেডিও টেলিস্কোপ’ -এর নির্মাণ করেছে?
[A] চীন
[B] জাপান
[C] আমেরিকা যুক্তরাষ্ট্র
[D] ফ্রান্স
6. সম্প্রতি কোন রাজ্যে MR-SAM মিসাইলের সফল পরীক্ষন করা হয়েছে?
[A] কর্ণাটক
[B] উড়িষ্যা
[C] পশ্চিমবঙ্গ
[D] তামিলনাডু
7. সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ‘FRUITS’ নামক একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে?
[A] পশ্চিমবঙ্গ
[B] তামিলনাড়ু
[C] গুজরাট
[D] কর্ণাটক
8. DRDO -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] পুনে
[B] ব্যাঙ্গালোর
[C] নয়াদিল্লি
[D] দেরাদুন
Read More: Current Affairs MCQ: 25 December