Daily Current Affairs MCQ: 4th December 2020

Daily Current Affairs MCQ: 4th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 4th December 2020

1.  কোন আদালত রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সমস্ত থানা এবং অফিসগুলিতে CCTV লাগানোর নির্দেশ দিয়েছে?

[A] মুম্বাই হাইকোর্ট

[B] সুপ্রিম কোর্ট

[C] দিল্লি হাইকোর্ট

[D] কোলকাতা হাইকোর্ট

Show Ans

Correct Answer: [B] সুপ্রিম কোর্ট

Short Note: সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন – CBI, ED, NCB, NIA ইত্যাদি এবং রাজ্য সরকারের সমস্ত পুলিশ স্টেশনগুলিতে নাইট ভিশিন সুবিধা সহ CCTV ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করেছে।

2. কোন রাজ্য সরকার অনলাইন গেমিং নিষিদ্ধ করার একটি বিল পাশ করেছে?

[A] তামিলনাড়ু

[B] তেলেঙ্গানা

[C] অন্ধ্রপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [C] অন্ধ্রপ্রদেশ

Short Note : অন্ধ্রপ্রদেশের বিধান সভা অনলাইন গেমিং নিষিদ্ধ করতে ‘AP Gaming (Amendment) Bill 2020′ পাশ করেছে। 

3. কোন রাজ্য সরকার ‘দুয়ারে সরকার’ নামে একটি প্রকল্প শুরু করেছে?

[A] আসাম

[B] পশ্চিমবঙ্গ

[C] ঝাড়খন্ড

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ

Short Note : পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা জনগনের কাছে পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার‘ নাম একটি প্রকল্প শুরু করেছে। 

4. কোন রাজ্য সরকার ভার্চুয়ালি ’10th National Science Film Festival 2020′ -এর আয়োজন করেছে?

[A] উড়িষ্যা

[B] ঝাড়খন্ড

[C] ত্রিপুরা

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [C] ত্রিপুরা

Short Note : ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হলেন যথাক্রমে – বিপ্লব কুমার দেব ও রমেশ বৈশ। 

5. কোন রাজ্য সরকার ‘Orunodoi’ প্রকল্প শুরু করেছে?

[A] সিকিম

[B] অরুণাচল প্রদেশ

[C] আসাম

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [C] আসাম

Short Note : আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ‘Orunodoi’ প্রকল্প শুরু করেছে। 

6. Yes ব্যাঙ্কের বর্তমান MD ও CEO কে?

[A] সন্দীপ বক্সী

[B] আদিত্য পুরি

[C] প্রশান্ত কুমার

[D] অমিতাভ চৌধুরী

Show Ans

Correct Answer: [C] প্রশান্ত কুমার

7. ‘National Pollution Control Day’ কবে পালিত হয়?

[A] 1 ডিসেম্বর

[B] 2 ডিসেম্বর

[C] 3 ডিসেম্বর

[D] 4 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 2 ডিসেম্বর

8. ‘World Computer Literacy Day’ কবে পালিত হয়?

[A] 1 ডিসেম্বর

[B] 2 ডিসেম্বর

[C] 3 ডিসেম্বর

[D] 4 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 2 ডিসেম্বর

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 3rd December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

19 − seven =

Scroll to Top