Daily Current Affairs MCQ: 7th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs MCQ: 7th December 2020
1. নিম্নলিখিত কে ‘World Liqueified Petroleam Gas Association’ (WLPGA) -এর উপ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন?
[A] শ্রীনিবাস রাও
[B] শশী শঙ্কর
[C] মুকেশ কুমার সুরানা
[D] শ্রীকান্ত মাধব বৈদ্য
2. ‘Border Roads Organisation’ (BRO) –এর নতুন জেনারেল ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] আলোক ভার্মা
[B] রাকেশ আস্থানা
[C] রাজীব চোধুরী
[D] এস. এস. দেবাল
3. নিম্নলিখিত কে ‘Global Teacher Prize 2020’ পেয়েছে?
[A] শুভজিৎ পিয়নে
[B] ভিনিতা গার্গ
[C] রজনিতসিন্ দিসালে
[D] উপরের কোনটিই সঠিক নয়।
4. ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ কবে পালিত হয়?
[A] 3 ডিসেম্বর
[B] 4 ডিসেম্বর
[C] 5 ডিসেম্বর
[D] 6 ডিসেম্বর
5. ‘Indian Navy Day 2020’ -এর থিম কি ছিল?
[A] Indian Navy, Mission-deployed and Combat-ready
[B] Indian Navy combat ready, credible and cohesive
[C] Indian Navy – Silent, Strong and Swift
[D] Indian Navy – Ensuring Secure Seas for a Resurgent Nation
6. সম্প্রতি টাইম ম্যাগাজিনের প্রথম ‘Kid of the Year’ পুরস্কার কে জিতেছে?
[A] প্রিয়াঙ্কা নাইডু
[B] রোহিনী চোপড়া
[C] গীতাঞ্জলি রাও
[D] উপরের কোনটিই সঠিক নয়।
7. সম্প্রতি বিশ্বের কোন দেশ Covid – 19 -এর টীকার সবচেয়ে বেশি ক্রেতা কে?
[A] চীন
[B] ভারত
[C] জাপান
[D] উপরের কোনটিই সঠিক নয়।
8. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মোজেরহাট ব্রিজ’ -এর নাম পরিবর্তন করে ‘জয় হিন্দ’ রেখেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] পশ্চিমবঙ্গ
Read More: Current Affairs MCQ: 5th December