Daily Current Affairs MCQ: 9th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs MCQ: 9th December 2020
1. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা কত?
[A] 8848.56
[B] 8848.46
[C] 8848.76
[D] 8848.86
2. নিম্নলিখিত কোন দুটি দেশ 2020 সালের 6 ডিসেম্বর তারিখে প্রথম Preferential Trade Agreement (PTA) স্বাক্ষর করেছে?
[A] বাংলাদেশ ও নেপাল
[B] ভুটান ও চীন
[C] নেপাল ও চীন
[D] ভুটান ও বাংলাদেশ
3. কোন দেশ ‘World Economic Forum 2021’ -এর আয়োজন (Host) করবে?
[A] ভারত
[B] ইন্দোনেশিয়া
[C] দক্ষিন কোরিয়া
[D] সিঙ্গাপুর
4. সম্প্রতি গঠিত ‘WHO Foundation’ -এর প্রথম CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] হর্স বর্ধন
[B] অনিল সোনি
[C] রণদীপ গুলেরিয়া
[D] বলরাম ভারগাভা
5. কবে ‘International Civil Aviation Day’ পালিত হয়?
[A] 5 ডিসেম্বর
[B] 6 ডিসেম্বর
[C] 7 ডিসেম্বর
[D] 8 ডিসেম্বর
6. ‘International Anti-Corruption Day’ কবে পালিত হয়?
[A] 8 ডিসেম্বর
[B] 9 ডিসেম্বর
[C] 10 ডিসেম্বর
[D] 11 ডিসেম্বর
7. নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম প্রতিষ্ঠিত Indian Institute of Technology (IIT)?
[A] IIT Delhi
[B] IIT Bombay
[C] IIT Madras
[D] IIT Kharagpur
8. ‘International Union for Conservation of Nature’ (IUCN) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
[B] জুরিক, সুইজারল্যান্ড
[C] বার্লিন, জার্মানি
[D] প্যারিস, ফ্রান্স
Read More: Current Affairs MCQ: 8th December