Daily Current Affairs Quiz: 25th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 25th November 2020
1. ভারত সরকার 24 নভেম্বর 2020 তারিখে কয়টি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে?
[A] 24টি
[B] 43টি
[C] 61টি
[D] 73টি
2. নিম্নলিখিত কে ‘ICC Player of the Decade Award’ -এর জন্য মনোনীত হয়েছেন?
[A] মহেন্দ্রসিং ধোনি
[B] বিরাট কোহলি
[C] রোহিত শর্মা
[D] যুবরাজ সিং
3. নিম্নলিখিত কে ‘International Emmy Award 2020’ -এ শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জিতেছেন?
[A] Arjun Mathur
[B] Billy Barratt
[C] Raphael Logam
[D] Guido Caprino
4. ‘Afghanistan 2020 Conference’ -এ ভারতের প্রতিনিধিত্ব করছেন?
[A] এস. জয়শঙ্কর
[B] নির্মলা সীতারমন
[C] নরেন্দ্র মোদী
[D] রাজনাথ সিং
5. নিম্নলিখিত কাকে ‘আদিত্য বিক্রম বিরল কালাশিখর পুরস্কার 2020’ সম্মানে ভূষিত করা হয়েছে?
[A] অনুপম খের
[B] নাসিরুদ্দিন শাহ
[C] ইরফান আলি খান
[D] অমিতাভ বচ্চন
6. ‘Golden Boy 2020’ পুরস্কার কে পেয়েছেন?
[A] লিওনেল মেসি
[B] ইরলিং হল্যান্ড
[C] ক্রিস্টিয়ানো রোনাল্ডো
[D] কোনটিই সঠিক নয়
7. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ‘হর ঘর নল যোজনা’ চালু করেন?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] হরিয়ানা
[D] গুজরাট
8. ‘Clouded Leopard National Park’ কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] নাগাল্যান্ড
[D] মনিপুর
Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 24 নভেম্বর