Daily Current Affairs Quiz: 26th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 26th November 2020
1. ভারতের কোন চলচিত্রটি অস্কারের জন্য মনোনীত হয়েছে?
[A] ছাপাক
[B] গোলাবো সীতাবো
[C] জলিকাট্টু
[D] কেশরী
2. বিহার বিধানসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
[A] অশোক চৌধুরী
[B] বিজয় কুমার সিনহা
[C] অবধ বিহারি চৌধুরী
[D] সুশীল মোদী
3. কোন দেশের প্রধানমন্ত্রী ‘Nobel Peace Prize 2021’ -এর জন্য মনোনীত হয়েছেন?
[A] জাপান
[B] ভারত
[C] ইতালি
[D] ইসরায়েল
4. International Cricket Council (ICC) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সৌরভ গাঙ্গুলী
[B] গ্রেগ বার্কলে
[C] রিকি পন্টিং
[D] মহিলা জয়বর্ধনে
5. ভারতে Constitution Day বা সংবিধান দিবস কবে পালিত হয়?
[A] 25 নভেম্বর
[B] 26 নভেম্বর
[C] 27 নভেম্বর
[D] 28 নভেম্বর
6. ‘National Pharmacy Week 2020’ -এর থিম কি ছিল?
[A] Pharmacists: role in patients
[B] Pharmacists:COVID-19 Warriors
[C] Pharmacists: Frontline Health Professionals
[D] Safety and efficacy of medicine
7. কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প’ শুরু করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উড়িষ্যা
[C] ত্রিপুরা
[D] গুজরাট
8. হাজারী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] ঝাড়খন্ড
[C] উত্তরপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 25 নভেম্বর