Daily Current Affairs Quiz: 5th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 5th November 2020
1. কোন রাজ্য আশা কর্মীদের জন্য 57 কোটি টাকা বরাদ্দ করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
2. কোন ক্রিকেটার T20 ক্রিকেটে 1000 টি ছক্কা মেরে প্রথম ব্যাটসম্যান হয়েছেন?
[A] বিরাট কোহলি
[B] ক্রিস গেইল
[C] রোহিত শেট্টি
[D] আন্দ্রে রাসেল
3. সম্প্রতি শেন ওয়াটসন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।তিনি কোন দেশের নাগরিক?
[A] ইংল্যান্ড
[B] সাউথ আফ্রিকা
[C] নিউজিল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
4. সম্প্রতি প্রয়াত সতীশ প্রাসাদ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] ঝাড়খন্ড
5. অস্ট্রিয়ার মুদ্রার নাম কী?
[A] ডলার
[B] ইউরো
[C] লিরা
[D] পাউন্ড
6. International Atomic Energy Egency -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] নিউইয়র্ক
[B] ভিয়েনা
[C] রোম
[D] প্যারিস
7. ‘Silent Valley National Park’ কোন রাজ্যে অবস্থিত?
[A] কর্ণাটক
[B] কেরালা
[C] তামিলনাড়ু
[D] অন্ধ্রপ্রদেশ
8. ভারতের দীর্ঘতম নদী হল__
[A] গোদাবরী
[B] কাবেরী
[C] কৃষ্ণা
[D] গঙ্গা