Daily Static Gk in Bengali – 6

Daily Static Gk in Bengali – 6 :নমস্কার, পাঠকগণ আমরা বিশ্বের ধনী ব্যক্তি -এর উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি।পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল, রেল গ্রূপ -ডি, পিএসসি ক্লার্কশিপ, ডাক বিভাগ, কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযোগী।

বিষয়প্রশ্ন সংখ্যা
বিশ্বের ধনী ব্যক্তি১০ টি

Daily Static Gk in Bengali – 6

1. 2020 সালের জুলাইয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

[A] Jack ma

[B] Jeff Bezos

[C] Warren Buffett

[D] Bill Gates

Show Ans

Correct Answer: [B] Jeff Bezos

Short Note : অর্থবছর 2020 সালে বিশ্বের সবচেয়ে ধনীব্যক্তি হলেন Amozon-এর প্রতিষ্ঠাতা এবং Ceo জেফ বেজোস। বর্তমানে Jeff Bezos -এর মোট সম্পদ – 183.9 বিলিয়ন ডলার

2. 2020 সালের জুলাইয়ে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

[A] Jack Ma

[B] Ma Huateng

[C] He Xiangjian

[D] Hui Ka Yan

Show Ans

Correct Answer: [B] Ma Huateng

Short Note : বর্তমানে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন Tencent (Pubg) -এর প্রতিষ্ঠাতা ও Ceo – Ma Huateng. জুলাই 2020 সালে তার মোট সম্পদ -$58 billion.

3. কোন দেশে সবচেয়ে বেশি সংখক বিলিনিয়ার রয়েছে?

[A] United Kingdom

[B] China

[C] India

[D] USA

Show Ans

Correct Answer: [D] USA

Short Note : জুলাই 2020 সাল অনুযায়ী United States of America -তে সবচেয়ে বেশি 614 জন যেখানে চীনে 388 জন বিলিওনিয়ার্স রয়েছে। 

4. ভারতে মোট কতজন billionaires (কোটিপতি) রয়েছে?

[A] 120

[B] 102

[C] 230

[D] 77

Show Ans

Correct Answer: [B] 102

Short Note : ভারতে 102 বিলিয়নেয়ার রয়েছে যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ সংখ্যক দেশ।

5. এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

[A] Mukesh Ambani

[B] Jack Ma

[C] Anil Ambani

[D] Ma Huateng

Show Ans

Correct Answer:  [A] Mukesh Ambani

Short Note : এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন – মুকেশ আম্বানি। জুলাই 2020 সাল অনুযায়ী তার মোট সম্পদ হল- 72 বিলিয়ন ডলার। চীনের Ma Huateng হলেন এশিয়া মহাদেশের দ্বিতীয় ধনী ব্যক্তি। 

6. 2020 সালে মোট কতজন বিলিওনিয়ার্স রয়েছে?

[A] 1000

[B] 1930

[C] 2095

[D] 2560

Show Ans

Correct Answer: [C] 2095

Short Note : ফোর্বস -এর 18 মার্চ, 2020 সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী 2,095 বিলিয়নিয়ার রয়েছে। বিশ্বের সমস্ত বিলিয়নেয়ারের মোট সম্পদ 8 ট্রিলিয়ন ডলার।

7. নিচের কোনটি সঠিক নয়?

[A] Warren Buffett: Berkshire Hathaway

[B] Elon Musk: Tesla motors

[C] Larry Page: Google

[D] Larry Ellison: Facebook

Show Ans

Correct Answer: [D] Larry Ellison: Facebook

Short Note : Larry Ellison হলেন একজন ব্যবসায়িক, বিনিয়োগকারী এবং Oracle Corporation -এর প্রতিষ্ঠাতা এবং CEO. জুলাই, 2020 সালে তার মোট সম্পদ ছিল – $73.2 billion

8. ফোর্বসের শীর্ষ 20 ধনী তালিকার সর্বকনিষ্ঠতম বিলিয়নেয়ার কে?

[A] Larry Page

[B] Mukesh Ambani

[C] Mark Zuckerberg

[D] Elon Musk

Show Ans

Correct Answer: [C] Mark Zuckerberg

Short Note : Mark Zuckerberg শীর্ষ 20 তালিকার সর্বকনিষ্ঠতম বিলিয়নেয়ার। মাত্র 36 বছর বয়সে জুকারবার্গের মোট সম্পদ ৮৮ বিলিয়ন ডলার এবং তিনি বিশ্বের 4 নম্বরে রয়েছেন।

* Like Facebook Page*

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =

Scroll to Top