Daily Static Gk in Bengali – 7 নমস্কার, পাঠকগণ আমরা নদীর তীরবর্তী শহরগুলি -এর উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি।পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টবল, রেল গ্রূপ -ডি, পিএসসি ক্লার্কশিপ, ডাক বিভাগ, কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযোগী।
বিষয় | প্রশ্ন সংখ্যা |
---|---|
নদীর তীরবর্তী শহরগুলি | ১০ টি |
Daily Static Gk in Bengali – 7
1. আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
[A] তাপ্তি
[B] নর্মদা
[C] কৃষ্ণা
[D] সবরমতি
2. সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
[A] নর্মদা
[B] গোদাবরী
[C] শিপ্রা
[D] তাপ্তি
3. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
[A] কাবেরী
[B] মুসি
[C] গোদাবরী
[D] নর্মদা
4. কোলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা
[B] যমুনা
[C] হুগলি
[D] তিস্তা
5. নিম্নলিখিত কোন শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত?
[A] ভোপাল
[B] লুধিয়ানা
[C] পুনে
[D] শ্রীনগর
6. মহানদী নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত?
[A] কটক
[B] পুরী
[C] রৌরকেল্লা
[D] ভুবেনেশ্বর
7. লক্ষনৌ কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা
[B] যমুনা
[C] শিপ্রা
[D] গোমতী
8. মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা
[B] যমুনা
[C] তাপ্তি
[D] গোমতী
9. দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা
[B] যমুনা
[C] গোমতী
[D] সরযূ
10. নীচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত?
[A] হায়দ্রাবাদ
[B] বিশাখাপত্তনম
[C] ব্যাঙ্গালুরু
[D] বিজওয়ারা