Environmental Studies MCQ in Bengali PDF – পরিবেশ বিদ্যা MCQ

Environmental Studies MCQ in Bengali

51) কোন কয়লার দহনে কম ধোঁয়া উৎপন্ন হয়?

[A] বিটুমিনাস

[B] অ্যানথ্রাসাইট 

[C] পিট্

[D] লিগনাইট

Show Ans

Correct Answer: [B] অ্যানথ্রাসাইট 

52) স্যাগুফ্লাই বাহিত রোগটি হল-

[A] কলেরা

[B] জন্ডিস

[C] কালাজ্বর

[D] টাইফয়েড

Show Ans

Correct Answer: [C] কালাজ্বর

53) মৌমাছি ও বোলতার জন্য মারাত্বক ক্ষতিকারক কীটনাশক হল-

[A] অর্গানো সালফেট

[B] পাইরিথ্রয়েডম

[C] আর্মনেট

[D] কার্বামেটস

Show Ans

Correct Answer: [D] কার্বামেটস

54) কঠিন বর্জ্য পদার্থ পরিচালনের সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা হল-

[A] ডাম্পিং

[B] বার্নিং

[C] স্টকিং

[D] রিসাইক্লিং

Show Ans

Correct Answer: [D] রিসাইক্লিং

55) প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হল-

[A] হাইড্রোজেন ও নাইট্রোজেন

[B] নাইট্রোজেন ও হাইড্রোজেন

[C] ফসজিন

[D] মিথেন ও ইথেন

Show Ans

Correct Answer: [D] মিথেন ও ইথেন

56) পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয়-

[A] প্রাণী দেহে

[B] সমুদ্রে

[C] মরুভূমিতে

[D] উদ্ভিদ দেহে

Show Ans

Correct Answer: [D] উদ্ভিদ দেহে

57) ক্লোরোফ্লুরো কার্বনের (CFC) উৎস হল-

[A] রান্নার গ্যাস

[B] কল-কারখানা

[C] মাইক্রোওভেন

[D] রেফ্রিজারেটর

Show Ans

Correct Answer: [D] রেফ্রিজারেটর

58) একজন সুস্থ মানুষের শ্বাসপ্রস্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন?

[A] ৫০০ গ্রাম

[B] ১০ কেজি

[C] ১ কেজি

[D] ১৪ কেজি

Show Ans

Correct Answer: [D] ১৪ কেজি

59) ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম- 

[A] CFC

[B] SO2

[C] NO2

[D] NH3

Show Ans

Correct Answer: [A] CFC

60) বায়ুমন্ডলের ওজনস্তর সৃষ্টি হয়-

[A] আর্গন দ্বারা

[B] নাইট্রোজেন দ্বারা

[C] নিয়ন দ্বারা

[D] অক্সিজেন দ্বারা

Show Ans

Correct Answer: [D] অক্সিজেন দ্বারা

Downoload Environmental Studies MCQ PDF Set -1

4 thoughts on “Environmental Studies MCQ in Bengali PDF – পরিবেশ বিদ্যা MCQ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Scroll to Top