বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ: নমস্কার, পাঠকগণ আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষের তালিকাটি সম্পাদন করেছি। আরোও পড়ুন, প্রথম ভারতীয় মহিলা
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ
ক্ৰম | ক্ষেত্র | পুরুষ |
---|---|---|
১ | ভারতের প্রথম প্রধানমন্ত্রী | পন্ডিত জহরলাল নেহেরু |
২ | ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি | ড: রাজেন্দ্র প্রসাদ |
৩ | নোবেল জয়ী প্রথম ভারতীয় | কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর |
৪ | ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি | উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় |
৫ | ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি | বদরুদ্দীন তায়েবজি |
৬ | ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি | ড: জাকির হুসেন |
৭ | ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল | – লর্ড উইলিয়াম বেন্টিক |
৮ | ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় | লর্ড ক্যানিং |
৯ | স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল | লর্ড মাউন্টব্যাটেন |
১০ | স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল | সি. রাজাগোপাল আচারি |
১১ | ভারতে প্রথম ছাপাখানা শুরু করছিল | জেমস হিকি |
১২ | প্রথম ভারতীয় I . C . S | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
১৩ | মহাশূন্যে প্রথম ভারতীয় | রাকেশ শর্মা |
১৪ | সময়ের আগেই পদত্যাগকারী প্রথম ভারতের প্রধানমন্ত্রী | মোরারজি দেশাই |
১৫ | ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় সর্বাধিনায়ক | জেনারেল কারিয়াপ্পা |
১৬ | প্রথম সেনাবাহিনীর প্রধান | – জেনারেল মহারাজা সিংজি |
১৭ | ভারতের প্রথম ফিল্ড মার্শাল | S . H . F মানেকশ |
১৮ | পদার্থবিজ্ঞানে নোবেল বিজেতা প্রথম ভারতীয় | সি. ভি. রমন |
১৯ | ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয় | সি. রাজাগোপাল আচারি |
২০ | ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় — | মিহির সেন |
২১ | জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় | শ্রী শঙ্কর কুরুপ |
২২ | লোকসভার প্রথম স্পিকার | গনেশ বাসুদেব মাভলঙ্কার |
২৩ | স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি | ড: রাধা কৃষ্ণন |
২৪ | ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী | আবুল কালাম আজাদ |
২৫ | ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী | সর্দার বল্লভ ভাই প্যাটেল |
২৬ | ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান | সুব্রত মুখার্জি |
২৭ | ভারতের প্রথম নৌ-বাহিনীর প্রধান | ভাইস অ্যাডমিরাল আর. ডি. কাটারি |
২৮ | প্রথম পরমবীরচক্র প্রাপক | মেজর সোমনাথ শর্মা |
২৯ | প্রথম প্রধান নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
৩০ | প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপক | আচার্য বিনোবা ভাবে |
৩১ | ঔষধে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বংশদ্ভুত | হরগোবিন্দ খুরানা |
৩২ | ভারত ভ্রমনকারী প্রথম চীনা পর্যটক — | ফা-হিয়েন |
৩৩ | প্রথম স্ট্যালিন পুরস্কার প্রাপক | সাইফুদ্দিন কিচলু |
৩৪ | কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রথম পদত্যাগকারী | শ্যামাপ্রসাদ মুখাৰ্জী |
৩৫ | ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশী | খান আব্দুল গফ্ফর খান |
৩৬ | অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক | অমর্ত্য সেন |
৩৭ | সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি | বিচারপতি হীরালাল জে. কানিয়া |
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ PDF – Download
প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ পন্ডিত জহরলাল নেহেরু।
প্রশ্নঃ ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ড: রাজেন্দ্র প্রসাদ।
প্রশ্নঃ ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান?
উত্তরঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং।
প্রশ্নঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিক।
প্রশ্নঃ ভারতের প্রথম মহাকাশচারী কে?
উত্তরঃ রাকেশ শর্মা।
প্রশ্নঃ ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তরঃ আবুল কালাম আজাদ।