সাধারণ জ্ঞান 2022
41. জলে নিমজ্জিত সোজা দন্ডকে বাঁকা দেখার কারন কি?
42. ” অন্ধকূপ হত্যা ” কোথায় সংঘটিত হয়?
[A] মুম্বাই। [B] কোলকাতা। [C] চেন্নাই। [D] পানিপথ।43. কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়?
[A] ইন্ডাক্টর। [B] ট্রান্সফরমার। [C] বৈদ্যুতিক মোটর। [D] ডায়নামো।44. বাংলায় ” চিরস্থায়ী বন্দোবস্ত ” কে প্রচলন করেন?
[A] লর্ড ক্লাইভ। [B] লর্ড কর্নওয়ালিস। [C] ওয়ারেন হেস্টিং। [D] লর্ড রিপন।45. কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না?
[A] ঝিনুক। [B] কেঁচো। [C] শামুক। [D] চিংড়ি।46. হৃৎপিন্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে?
[A] পেরিকার্ডিয়াম। [B] এপিকার্ডিয়াম। [C] ডার্মিস। [D] এপিডার্মিস।47. চারমিনার কে নির্মাণ করেন?
[A] শাহজাহান। [B] আকবর। [C] কুলিকুতুব শাহ। [D] আলাউদ্দিন খলজী।48. তাপমাত্রা বাড়ার সাথে ধাতুর রোধে কি পরিবর্তন হয়?
[A] কমে। [B] বাড়ে। [C] একই থাকে। [D] উপরের কোনটিই নয়।49. উদ্ভিদের সালোকসংলেশকারী রঞ্জক পদার্থ কোনটি?
[A] ক্লোরোপ্লাস্ট। [B] অক্সিজেন। [C] ক্লোরোফিন। [D] ডি. এন. এ50. অজান্তা গুহা কোন যুগের স্থাপত্য?
[A] পল্লব। [B] গুপ্ত। [C] মৌর্য। [D] কুষাণ।