16. বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন?
[A] পাস্তুর
[B] ফ্লেমিং
[C] স্ট্যানলি
[D] জেনার
17. কাঁচ কাটতে __ব্যবহৃত হয়।
[A] গ্রাফাইট
[B] হীরক
[C] চারকোল
[D] কোক
18. ___জীবাণুর প্রভাবে ম্যালেরিয়া রোগ দেখা যায়।
[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] প্রোটোজোয়া
[D] ছত্রাক
19. নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
[A] মিথেন
[B] ক্লোরোফ্লুরো কার্বন
[C] অ্যামোনিয়া
[D] নাইট্রোজেন
20. কোন দেশে সবচেয়ে বেশি পরিমান হীরা পাওয়া যায়?
[A] ক্যালিফোর্নিয়া
[B] স্পেন
[C] ভারত
[D] ব্রাজিল
22. 'শিবাজী সাগর' কোন রাজ্যে অবস্থিত?
[A] তেলেঙ্গানা
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] মহারাষ্ট্র
23. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমানে লবন উৎপন্ন হয়?
[A] রাজস্থান
[B] গুজরাট
[C] কেরালা
[D] উড়িষ্যা
24. গোমতী নদী নিম্নলিখিত কোন শহরের সঙ্গে সম্পর্ক যুক্ত?
[A] মথুরা
[B] কানপুর
[C] আগ্রা
[D] লক্ষনৌ
25. অভিনব বিন্দ্রা ___খেলার সঙ্গে যুক্ত।
[A] শ্যুটিং
[B] স্নুকার
[C] গল্ফ
[D] টেনিস
Read More: General Knowledge Question & Answer-14