General Knowledge in Bengali
Home >Gk Question >General Knowledge in Bengali
21. পঞ্চমবেদ কাকে বলা হয়?
[A] রামায়ণ কে [B] মহাভারত কে [C] সমস্ত বেদ কে [D] ঋকবেদ কে22. গর্ভবতী মাতার খাদ্যে যদি শক্তির ঘাটতি থাকে, তবে কি ধরনের বাচ্চা জন্মায়___
[A] প্রি-ম্যাচিউর [B] কম ওজনের বাচ্চা [C] প্রতিবন্ধী [D] যে কোন একটি23. পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব থাকে___
[A] জেলা প্রশানের উপর [B] কেন্দ্র সরকারের উপর [C] সেনাবাহিনীর উপর [D] রাজ্য সরকারের উপর24. ভারতে সবথেকে বেশি প্রধানমন্ত্রী ছিলেন____
[A] অটলবিহারী বাজপেয়ী [B] ইন্দিরা গান্ধী [C] জহরলাল নেহরু [D] উপরের কোনটিই সঠিক নয়25. ভারতের সংবিধানের কত তম অনুচ্ছেদঃ অনুযায়ী, ৬ বছর পর্যন্ত শিশুদের যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য?
[A] 82 [B] 45 [C] 41 [D] 1126.রাজ্যগুলির পরিবেশ সংক্রান্ত সমস্যা মেটাতে, সুপ্রিমকোর্ট ঘটনা করেছে___
[A] দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ [B] গ্রিনবেঞ্চ [C] পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ [D] ENV27. মামাভাগ্নে পাহাড় আছে কোন জেলায়?
[A] বীরভূম [B] বাঁকুড়া [C] জলপাইগুড়ি [D] দার্জিলিং28. সুগন্ধিদ্রব্য প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়?
[A] অ্যাসিটিক অ্যাসিড [B] ইথাইল অ্যালকোহল [C] মিথাইল অ্যালকোহল [D] সবকটি29. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
[A] কেরালা [B] নাগাল্যান্ড [C] মেঘালয় [D] কর্নাটক30. মোবাইল পরিষেবার ক্ষেত্রে 4G কথাটি কি অর্থে ব্যবহৃত হয়?
[A] Frequency Ground [B] Fourth Generation [C] Future Genetics [D] Frequent Grassroots