General Knowledge Question in Bengali is for all competitive exams. We provide 50 important General Knowledge Question in Bengali for your better preparation. Bangla PDF
আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
General Knowledge Question in Bengali
Home > Gk Question >General Knowledge Question in Bengali
1. একটি বরফের টুকরোর উপর কোন চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয়?
[A] বাড়ে [B] কমে [C] প্রথমে বাড়ে ও পরে কমে [D] একই থাকে2. ‘ইপিকাক’ কি প্রকার মূলের ধরন?
[A] মালাকৃতি [B] বলীয় মূল [C] গুচ্ছিত মূল [D] কন্দাল মূল3. আলোকবর্ষ কিসের একক?
[A] গ্রহের ভর [B] আলোক তরঙ্গ দৈর্ঘ [C] সময় [D] দূরত্ব4. ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কি?
[A] কীটনাশক স্প্রে করা [B] সেদ্ধ করা [C] সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া [D]উপরের কোনটিই নয়5. শুকনোস্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী?
[A] নাইড্রোফয়েট [B] হোলিওফেট [C] জেরোফেট [D] সাইওফেট6. ‘তহকিক – ই – হিন্দ’ -এর রচয়িতা কে?
[A] ডন্ডিন [B] বাদাউনি [C] ভবভূতি [D] অলবিরুনি7. কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হয়?
[A] শ্রীগুপ্ত [B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত [C] কুমার গুপ্ত [D] সমুদ্রগুপ্ত8. কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিস্কর জমি দেওয়ার প্রচলন হয়?
[A] সাতবাহন [B] মৌর্য [C] গুপ্ত [D] চোল9. বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে?
[A] কৃষ্ণদেব [B] কনিষ্ক [C] তাঁতিয়া টোপি [D] চালুক্য10. ‘পঞ্চশীল’ কী?
[A] ৫ জন সন্ন্যাসী [B] মহাবীরের উপদেশাবলী [C] গৌতমবুদ্ধের উপদেশাবলী [D] উপরের কোনটিই নয়