Geography Question Answer in Bengali: নমস্কার, বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি ৫০ টি গুরুত্বপূর্ণ ভূগোলের এককথায় প্রশ্ন উত্তর। এই প্রশগুলি ভালোলাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Geography Question Answer in Bengali
1. ইকুয়েডর মালভূমিকে কোন দুটি পর্বত বেস্টন করে রেখেছে?
2.আর্গ কী?
3. ‘NASA’ -এর পুরো নাম কি?
4. ‘আফ্রিকান ইল’ কোন দেশকে বলা হয়?
5. ‘HFC’ এর পুরো নাম কী?
6. চীনের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?
7. কোন রাজ্যে ‘কাঞ্চনজংঘা’ জলপ্রপাত অবস্থিত?
8. কোন শিলায় স্তর দেখা যায়?
9. বেলেপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
10. কাদাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
11. চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
12. কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
13. দাক্ষিনাত্যের মালভুমি সাধারণত কোন শিলা দিয়ে তৈরি?
14. ভারতের সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে?
15. ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে?
Geography Question Answer in Bengali
16. নেপালিদের কাছে এভারেস্ট কি নাম পরিচিত?
17. ভারতে অবস্থিত হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
18. এভারেস্ট নামটি কার নাম অনুসারে দেওয়া হয়?
19. পশ্চিমবঙ্গের কোন মহিলা প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন?
20. আরাবল্লী পর্বত ক ধরনের পর্বত?
21. পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কী?
22. ভারতের দুটি আগ্নেয়গিরির নাম কি?
23. নন্দাদেবীর শৃঙ্গের উচ্চতা কত?
24. ধবলগিরি শৃঙ্গের উচ্চতা কত?
25. কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত?
26. মাকালু শৃঙ্গের উচ্চতা কত?
27. উড়াল পর্বত আছে কোন দুটি মহাদেশের সীমানায়?
28. ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সীমানায় কোন পর্বত রয়েছে?
29. বিশ্বের উচ্চতম হ্রদের নাম কী?
30. শ্রীনগর কোন ধীর তীরে অবস্থিত?
31. হায়দ্রাবাদ ___ নদীর তীরে অবস্থিত।
32. আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
33. নাসিক শহর __ নদীর তীরে অবস্থিত।
34. মাউন্ট মেরাপি কোন দেশে অবস্থিত?
35. ‘জার্মানির ম্যাঞ্চেস্টার’ কোন শহরকে বলা হয়?
Geography Question Answer in Bengali
36. স্পেন ও ফ্রান্সের সীমানায় কোন পর্বত রয়েছে?
37. নীল নদ কোন কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে?
38. মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম কে মাপেন?
39. প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন?
40. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন_
41. প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলার নাম কী?
42. পৃথিবীর সর্বাধিক লবনাক্ত হ্রদের নাম কী?
43. ভারতের নবসেনা বন্দর কোন রাজ্যে অবস্থিত?
44. সুরাট বন্দর কোন রাজ্যে অবস্থিত?
45. কোচি বন্দর কোথায় অবস্থিত?
46. বিশ্বের বৃহত্তম আমি উৎপাদক দেশের নাম কী?
47. ইংলিশ চ্যানেলের দৈর্ঘ কত –
48. জয়পুর শহরের আগের নাম কী?
49. গ্রিনিচের সময়মাপক যন্ত্রের নাম কী?
50. পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়_