31) __ যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়।
[A] ব্যারোমিটার
[B] হাইগ্রোমিটার
[C] অ্যামিমোমিটার
[D] বাতপতাকা
32) ইন্ডিয়া গেট অবস্থিত__
[A] মুম্বাই-য়ে
[B] দিল্লিতে
[C] জয়পুর-এ
[D] নাগপুর -এ
33) দক্ষিন ভারতের দীর্ঘতম নদীটি হল_
[A] কাবেরী
[B] কৃষ্ণা
[C] নর্মদা
[D] গোদাবরী
34) ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়_
[A] উলুবেড়িয়ায়
[B] বজবজে
[C] আগারপাড়ায়
[D] রিষড়ায়
35) ভারতের প্রবেশদ্বার বলা হয়__
[A] কোলকাতা-কে
[B] জয়পুর-কে
[C] দিল্লি-কে
[D] মুম্বাই-কে
Geography Questions and Answers in Bengali
36) 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি?
[A] পশ্চিমবঙ্গ
[B] বিহার
[C] উত্তরপ্রদেশ
[D] রাজস্থান
37) কোন দ্বীপকে জাপানের ধানের গোলা বলা হয়?
[A] রিউকু
[B] শিকোকু
[C] কিউশু
[D] হনশু
38) ক্রান্তীয় ঘূর্নবাত দক্ষিন সাগরে কী নামে পরিচিত?
[A] হ্যারিকেন
[B] টর্নেডো
[C] টাইফুন
[D] উপরের কোনটিই সঠিক নয়।
39) টর্নেডোর তীব্রতা কোন স্কেলে পরিমাপ করা হয়?
[A] কারেন্ট মিটার
[B] ব্যারোমিটার
[C] ভার্নিয়ার স্কেল
[D] ফুজিটা স্কেল
40) দক্ষিন ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত_
[A] আমেদাবাদ
[B] পুনে
[C] বেঙ্গালুরু
[D] কোয়েম্বাটুর
- ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF Download
- Top 10 Longest Rivers of the World in Bengali ||বিশ্বের দীর্ঘতম 10 টি নদী তালিকা
- ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা তালিকা PDF Download
- ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF List Download
- ভারতের ভূগোল MCQ প্রশ্ন-উত্তর Set – 5: