India at a Glance in Bengali – এক নজরে ভারত: ভারতের জনসংখা, শিক্ষার হার, আন্তর্জাতিক সীমানা, রাজ্য সংখ্যা, বৃহত্তম শহর, জনঘনত্ব, আয়তন,জাতীয় খেলা, পশু,পাখি,ফুল,ফল,নদী,দিবস,গাছ,ভাষা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই পোস্টটি আপনাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। ধন্যবাদ।
India at a Glance in Bengali
- রাজধানী ———————-নিউ দিল্লী
- আয়তন —————- 32, 87, 263 বর্গকিমি
- আক্ষাঙ্শ ——————–8°4′ – 37°6′ উত্তর
- দ্রাঘিমাংশ—————– 68°7′ – 97°25′ পূর্ব
- সরকারি ভাষা —————– হিন্দি ও ইংরেজি
- মোট স্বীকৃত ভাষা————–22টি
- আন্তর্জাতিক সীমানা ————- 7,516.6 কিমি
- জনসংখ্যা — 1, 21, 08, 54, 977 জন (2011)
- পুরুষ ———– 62, 32, 70, 258 জন (2011)
- মহিলা ———– 58, 75, 84, 719 জন (2011)
- জনঘনত্ব —————–370.8 / বর্গকিমি }
- জনসংখ্যা বৃদ্ধির হার ——————— 1.64 %
- লিঙ্গ অনুপাত ———————- 940
- স্বাক্ষরতার হার ——————- 74.04 %
- রাজ্য সংখ্যা ———————— 28 টি
- কেন্দ্রশাসিত অঞ্চল ———————— 8 টি
- সবচেয়ে বড়োরাজ্য (আয়তনে)————রাজস্থান
- সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে)—————গোয়া
- বড়ো শহর ———————————— মুম্বাই
- জাতীয় উদ্যান ———————- 103 টি
- জাতীয় গান ——————- বন্দেমাতরম
- জাতীয় বন্দনাগীতি বা জাতীয় সংগীত -জনগনমন
- মুদ্রা ————————- ইন্ডিয়ান রুপি
- উচ্চ বিন্দু ———————–গডউইন অস্টিন
- জাতীয় খেলা ——————- হকি
- জাতীয় পাখি —————— ময়ূর
- জাতীয় পশু ——————– বাঘ
- জাতীয় ফুল ——————- পদ্ম
- জাতীয় গাছ ——————– বটগাছ
- জাতীয় ফল ——————- আম
- জাতীয় নদী —————— গঙ্গা
- জাতীয় ঐতিহ্যশালী পশু ————— হাতি
- জাতীয় জলজ প্রাণী————নদীর-ডলফিন
- জাতীয় দিবস —————-26 জানুয়ারী (প্রজাতন্ত্র দিবস , 15 আগস্ট ( স্বাধীনতা দিবস ), 2 অক্টোবর ( গান্ধী জয়ন্তী )
- সময় মানমন্ডল ———————- GMT+5:30
Read More: ভারতের বৃহত্তম, উচ্চতম ও ক্ষুদ্রতম
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
প্রশ্নঃ ভারতের জনসংখ্যা কত?
উত্তরঃ 1, 21, 08, 54, 977 জন (2011)
প্রশ্নঃ ভারতের আয়তন কত?
উত্তরঃ 32, 87, 263 বর্গকিমি।
প্রশ্নঃ ভারতের শিক্ষার হার কত?
উত্তরঃ 74.04 %
প্রশ্নঃ ভারতের সবথেকে বড় রাজ্যের নাম কি ? (আয়তনে)
উত্তরঃ উত্তরপ্রদেশ।
প্রশ্নঃ ভারতের সবথেকে ছোট রাজ্যের নাম কি ? (আয়তনে)
উত্তরঃ গোয়া।
প্রশ্নঃ ভারতের বড় সর শহর কোনটি?
উত্তরঃ মুম্বাই।
প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত কোনটি?
উত্তরঃ জন গন মন অধিনায়ক জয় হে।
প্রশ্নঃ ভারতের জাতীয় পশু কি?
উত্তরঃ বাঘ।
প্রশ্নঃ ভারতের জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ ময়ূর।
প্রশ্নঃ ভারতের জাতীয় প্রতীক কি?
উত্তরঃ অশোকস্তম্ভ।
please send bengali gk for me immediately
Please go to General Knowledge Page
Thank you
Most Welcome
Very helpful questions…!
Thank you sir…!
জাতীয় খেলা হাডুডু।হকি নয়
ভারতের কোন জাতীয় খেলা নির্ধারিত নেই। তবে কেন্দ্রীয় সরকার অনেক সময় জাতীয় খেলা হিসাবে হকি উল্লেখ করেছে।
THANKS 😊 SIR
Very well.
স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য খুব উপযোগী।
ধন্যবাদ।
national tree not banana tree.it’s banyan tree
thank you so much…