Indian Constitution Bengali Quiz
Home >Question Answer > Indian Constitution Bengali Quiz
11. PAC এর কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে?
[A] লোকসভার স্পিকার [B] রাজ্যসভার স্পিকার [C] পপ্রধানমন্ত্রী [D] রাষ্ট্রপতি12. পঞ্চায়েতের সদস্য হওয়ার নূন্যতম বয়সসীমা কত?
[A] ১৯ বছর [B] ২১ বছর [C] ২৩ বছর [D] ২৫ বছর13. দ্বাদশ অর্থকমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
[A] কে.সি.নিয়োগী [B] সি.রঙ্গরাজন [C] কে.সি.পন্থ [D] এম.খসরু14. রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে কি বলা হয়?
[A] Head of the Union [B] Head of the State [C] Head of the Parliament [D] Head of the Constitution15. কেন্দ্র-রাজ্যের আর্থিক সম্পর্ক সংবিধানের কত তম অধ্যায় বর্ণিত আছে?
[A] দশম [B] একাদশ [C] দ্বাদশ [D] ত্রয়োদশ16. নিচের কোনটি ভারতীয় পরিকল্পনার উদেশ্য নয়?
[A] শিল্প বৃদ্ধি [B] জনসংখ্যা বৃদ্ধি [C] স্বনির্ভরতা [D] উৎপাদনশীল নিয়োগ বৃদ্ধি17. ভারতের পৰিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?
[A] ১৯৫০ সালে [B] ১৯৫১ সালে [C] ১৯৫২ সালে [D] ১৯৪৭ সালে18. নিম্নলিখিত কোন করটি ভারতের রাজ্যগুলি ধার্য করতে পারে?
[A] আয়কর [B] সম্পদকর [C] রপ্তানি কর [D] বৃত্তি কর19. পৰিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কত হতে পারে, কে স্থির করেন?
[A] সভাপতি [B] রাষ্ট্রপতি [C] সংসদ [D] সরকার20. NAFED কিসের সঙ্গে যুক্ত?
[A] পেট্রোপণ্ন [B] কৃষির বাজার [C] জলসেচ ব্যবস্থা [D] অটোমোবাইল