Indian Constitution & Polity MCQ in Bengali
Home >Question Answer >Indian Constitution & Polity MCQ in Bengali
21. ভারতের সর্বাপেক্ষা প্রাচীন হাইকোর্ট কোনটি?
[A] কলকাতা হাইকোর্ট [B] বোম্বে হাইকোর্ট [C] এলাহাবাদ হাইকোর্ট [D] মাদ্রাজ হাইকোর্ট22. জরুরি অবস্থার সময় বিধানসভার কার্যকালের মেয়াদ কত বাড়ানো যায়?
[A] ৬ মাস [B] ১ বছর [C] ২ বছর [D] ৩ মাস23. সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে?
[A] ১৪৩ নং ধারায় [B] ১২৯ নং ধারায় [C] ১৩৭ নং ধারায় [D] ১২৪ নং ধারায়24. পশ্চিমবঙ্গের কোথায় মহকুমা পরিষদ আছে?
[A] কলকাতা [B] জলপাইগুড়ি [C] শিলিগুড়ি [D] কোচবিহার25. রাজনৈতিক দলকে কে প্রতীক চিহ্ন প্রদান করেন?
[A] রাষ্ট্রপতি [B] পার্লিয়ামেন্ট [C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি [D] নির্বাচন কমিশন26. নিচের কোনটি মৌলিক অধিকার নয়?
[A] স্বাধীনতার অধিকার [B] শিক্ষার অধিকার [C] শোষনের বিরুদ্ধে অধিকার [D] ভোটদানের অধিকার27. পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্যসংখ্যা বর্তমানে কত?
[A] ২৯৪ জন [B] ২৫০ জন [C] ৫৫০ জন [D] বিধান পরিষদ অনুপস্থিত28. সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পদপ্রার্থীকে কত বছর হাইকোর্টের বিচারপপতি হিসাবে কাজ করতে হবে?
[A] ৫ বছর [B] ১০ বছর [C] ২৫ বছর [D] ৩৫ বছর29. পঞ্চায়েত ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, কত তম সংশোধনী আইন দ্বারা?
[A] ৬১ তম সংশোধনী [B] ৮৬ তম সংশোধনী [C] ৭৩ তম সংশোধনী [D] ৭৪ তম সংশোধনী30. ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
[A] ৮ টি [B] ১০ টি [C] ১২ টি [D] ২২ টি