Indian Geography GK in Bengali contains an Important 50 number of MCQ GK Question and Answer in Bengali Language. You Can Download PDF file also.
Indian Geography GK in Bengali
1. নিচের কোনটি ভারতের প্রমান সময় (IST) কে নির্দেশ করে?
[A] ৮২.৫° পূর্ব দ্রাঘিমা [B] ৮০° পূর্ব দ্রাঘিমা [C] ৯১. ৫° পূর্ব দ্রাঘিমা [D] ২৫° উত্তর দ্রাঘিমা2. আয়তন হিসাবে পৃথিবীতে ভারতের অবস্থান কত?
[A] পঞ্চম [B] ষষ্ঠ [C] সপ্তম [D] অষ্টম3. ‘পক প্রণালী’ কোন দুটি দেশকে পৃথক করেছে?
[A] ভারত ও নেপাল [B] ভারত ও পাকিস্তান [C] ভারত ও শ্রীলংকা [D] ভারত ও ভুটান4. ভারতের প্রতিবেশী ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
[A] শ্রীলংকা [B] মায়ামনার [C] বাংলাদেশ [D] মালদ্বীপ5. ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
[A] পাকিস্তান [B] বাংলাদেশ [C] শ্রীলংকা [D] চীন6. জনসংখ্যা হিসাবে পৃথিবীতে ভারতের অবস্থান কত?
[A] প্রথম [B] দ্বিতীয় [C] সপ্তম [D] পঞ্চম7. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কত সালে হয়?
[A] ১৯৫১ সালে [B] ১৯৬৬ সালে [C] ১৯৫৫ সালে [D] ১৯৫৬ সালে8. কোন রাজ্যকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্য তৈরি হয়?
[A] রাজস্থান [B] বোম্বে [C] কেরালা [D] মধ্যপ্রদেশ9. ১৯৬৬ সালে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্যের তৈরি হয়?
[A] পাঞ্জাব ও উত্তরপ্রদেশ [B] হরিয়ান ও দিল্লী [C] পাঞ্জাব ও হরিয়ানা [D] হরিয়ান ও উত্তরপ্রদেশ10. কত সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়?
[A] ১৯৫৬ সালে [B] ১৯৬৯ সালে [C] ১৯৫৭ সালে [D] ১৯৬২ সালেGeography GK in Bengali
11. কর্ণাটকের পূর্বের নাম কি ছিল?
[A] পাটলিপুত্র [B] ব্যাঙ্গালোর [C] মহীশূর [D] কোনটিই নয়12. সিকিম কত সালে ভারতে অন্তর্ভুক্ত হয়?
[A] ১৯৭০ সালে [B] ১৯৭২ সালে [C] ১৯৭৪ সালে [D] ১৯৭৫ সালে13. কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুর তৈরি হয়?
[A] ১৯৮০ সালে [B] ১৯৯২ সালে [C] ১৯৯১ সালে [D] ১৯৮২ সালে14. কোন দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডর অবস্থিত?
[A] ভারত ও নেপাল [B] ভারত ও পাকিস্তান [C] ভারত ও মায়ানমার [D] ভারত ও বাংলাদেশ15. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি?
[A] লাক্ষাদ্বীপ [B] দমন ও দিউ [C] চন্ডিগড় [D] উপরের কোনটিই নয়16. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
[A] উত্তরপ্রদেশ [B] সিকিম [C] হরিয়ানা [D] পাঞ্জাব17. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?
[A] মধ্যপ্রদেশ [B] মহারাষ্ট্র [C] গুজরাট [D] উত্তরপ্রদেশ18. ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ন রাজ্য কোনটি? [২০১১]
[A] উত্তরপ্রদেশ [B] রাজস্থান [C] বিহার [D] পশ্চিমবঙ্গ19. ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
[A] সিকিম [B] অরুণাচলপ্রদেশ [C] অসম [D] মেঘালয়20. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে পৃথক করে?
[A] বাংলাদেশ [B] শ্রীলংকা [C] থাইল্যান্ড [D] উপরের কোনটিই নয়Pdf Link is Page No – 3