Indian Polity MCQ in Bengali

41. 30 (1) নং ধারা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার রয়েছে 

[A] ভারতের সকল নাগরিকদের 

[B] ভারতের সকল ব্যক্তির 

[C] ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের 

[D] সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্টদের 

Show Ans

Correct Answer: [C] ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের 

42 কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়?

[A] 24 তম সংবিধান সংশোধন 

[B] 42 তম সংবিধান সংশোধন 

[C] 44 তম সংবিধান সংশোধন 

[D] কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [C] 44 তম সংবিধান সংশোধন 

43. কোন মৌলিক অধিকারকে আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন?

[A] সাম্যের অধিকার 

[B] ধর্মের অধিকার 

[C] সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 

[D] কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [C] সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 

44. 51 নং ধারায় ভারতীয় নাগরিকদের কতগুলি কর্তব্যের কথা বর্ণিত আছে?

[A] 8 টি 

[B] 9 টি 

[C] 11 টি 

[D] 12 টি 

Show Ans

Correct Answer: [C] 11 টি 

45. ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন?

[A] মুখ্য নির্বাচন কমিশনারকে 

[B] ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেলকে 

[C] ভারতের প্রধান বিচারপতিকে 

[D] উপরি উক্ত সকলকেই 

Show Ans

Correct Answer: [D] উপরি উক্ত সকলকেই 

Scroll to Top